বিনোদন

সোনাক্ষীর বিয়ে

বেশ কয়েকদিনের জল্পনা, রটনা, সমালোচনার অবসান। রবিবার অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের চার হাত এক হল। যাবতীয় রটনায় জল ঢেলে মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন বাবা শত্রুঘ্ন সিনহা। বাবার বাহুলগ্না হয়েই বিয়ে সারেন মেয়ে। জামাইয়ের প্রশংসা করে শত্রুঘ্ন বলেন, ‘জাহির ভীষণ ভালো ছেলে। আমার মেয়েকে ভালো রাখবে।’ ২০ জুন, বৃহস্পতিবার হলদি, মেহেন্দি সহ একাধিক প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেদিন। সেজে উঠেছিল শত্রুঘ্ন সিনহার বাড়ি ‘রামায়ণ’। সেদিনই জামাইয়ের সঙ্গে দেখা গিয়েছিল সোনাক্ষীর মা-বাবাকে। বিয়ের আগে রীতি-আচার মেনে বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল। ওই পুজোর পুরোহিতকে ধরে পাপারাৎজিরা নাকি জিজ্ঞাসা করেছিলেন, কোন ধার্মিক রীতিতে বিয়ে হচ্ছে সোনাক্ষী-জাহিরের? যদিও উত্তর দিতে চাননি পুরোহিত। পরে অবশ্য জানা গিয়েছে, হিন্দু বা ইসলাম রীতি মেনে বিয়ে করেননি তাঁরা। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের নিয়ম মেনে রেজিস্ট্রি সারেন দু’জন। পাশাপাশি জাহিরের বাবা জানিয়ে দিয়েছেন, বিয়ের পর ধর্মান্তরিত হবেন না অভিনেত্রী। রবিবার সকালে মসজিদে যান জাহির। তারপর পশ্চিম বান্দ্রায় সোনাক্ষীর অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ সঙ্গে রেজিস্ট্রি সারেন তিনি। সকাল থেকেই পাপারাৎজিদের ক্যামেরা এড়িয়ে চলেন তারকা দম্পতি। সন্ধ্যায় তাঁদের জন্য মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল। আইনি বিয়ে সারার পর রাত ৮টা থেকে আয়োজিত হয় গ্র্যান্ড রিসেপশন। মা পুনম সিনহার সাদা রঙের শাড়ি ও সাদা পাঞ্জাবিতে সেজেছিলেন দম্পতি। জাহিরের বাড়ি থেকে পাঠানো হয় সোনাক্ষীর রিসেপশনের পোশাক। তাঁদের অনুরোধে, লাল ছাড়া অন্য কোনও রঙের পোশাক পরে আসতে হয়েছিল অতিথিদের। এদিন দুপুর থেকেই শিল্পা শেট্টির বিলাসবহুল হোটেল বাস্তিয়ানে ভিড় জমাতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। নিমন্ত্রিত ছিলেন হাজার জন। যদিও সোনাক্ষীর দুই ভাই লব ও কুশ এদিন আসেননি। পাশাপাশি চেন্নাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে বলে আসেননি ‘মল্লিকা জান’ মনীষা কৈরালা। সোনাক্ষীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যদিও অদিতি রাও হায়দারি সহ ‘হীরামাণ্ডি’র অন্যান্য কলাকুশলী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এছাড়াও হানি সিং, দীর্ঘদিনের বন্ধু হুমা কুরেশি, টাবু, কাজল, অজয় দেবগণ সহ একাধিক তারকা উপস্থিত ছিলেন। পারফর্ম করেন ডিজে গণেশ। হোটেলে প্রবেশপথ সাজানো হয়েছিল গোলাপ দিয়ে। বিয়ের তারিখ উল্লেখ করে জাহির ও সোনাক্ষীর নাম লেখা সেখানে। সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘২০১৭ সালের জুন মাসের ২৩ তারিখেই আমরা পরস্পরের চোখে ভালোবাসা দেখে আগলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন থেকে অনন্তকাল পর্যন্ত আমি তোমারই...।’ 
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা