বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

পাহাড়ে ওয়ার্কআউট

নতুন বছরের প্রায় গোড়া থেকেই টিআরপি-র তালিকায় প্রথম মেডেলটা ধরে রেখেছে ‘অনুরাগের ছোঁয়া’। এ নেহাত সহজ কাজ নয়। ধারাবাহিকের নায়ক দিব্যজ্যোতি দত্ত অবশ্য যাবতীয় মেডেল দর্শককে দিতে চান। ‘এক নম্বরে থাকাটা আমাদের হাতে নয়। দর্শক ভালোবেসেছেন, আশীর্বাদ করছেন। রিমোট দিয়ে নিজেরা এক নম্বরে করেছেন।’ কিন্তু প্রথম স্থান ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং? বিষয়টা একটু অন্যভাবে ব্যাখ্যা করলেন দিব্যজ্যোতি। তাঁর মতে, ‘যে একে আছে, সে একে থেকে যাওয়ার জন্য পরিশ্রম করে। যে দুইতে আছে সে এক হওয়ার জন্য পরিশ্রম করে। আর যে দশে আছে সে আরও আগে আসার জন্য পরিশ্রম করে। ফলে পরিশ্রমটা সকলে করে।’
ধারাবাহিকে চিত্রনাট্য অনুযায়ী দিব্যজ্যোতির চরিত্রের দুই সন্তান। সোনা এবং রূপা। অনস্ক্রিন বাবা হিসেবে অভিজ্ঞতা কেমন? হেসে অভিনেতা বললেন, ‘আমার এখন ২৩ বছর বয়স। ১৯ বছর বয়সে আমি প্রথম অনস্ক্রিন বাবা হয়েছিলাম। প্রথম ধারাবাহিক ‘জয়ী’তে একটা ছেলে ছিল। তখন একরকম ছিল, এখন একরকম। আসলে অভিনয়টা এমন একটা দুনিয়া যেখানে বলা হয় একই জীবনে অনেক জীবন। হয়তো এগুলো অভিনয়। কিন্তু কখনও কখনও সত্যি মনে হয়। একটা চরিত্র হয়ে উঠতে গেলে বিশ্বাস করতে হয়। তবেই স্ক্রিনে বিশ্বাসযোগ্য মনে হবে। ফলে কখনও কখনও মনে হয় ওরা আমারই মেয়ে। দুজনেই ভালো অভিনেতা। সকাল থেকে সারাদিন চিত্রনাট্য মুখস্থ করে। স্কুলের হোমওয়ার্ক করে। পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়।’
সদ্য দার্জিলিং থেকে শ্যুটিং সেরে ফিরল টিম। এর আগে কলকাতার বাইরে আউটডোর হয়নি। পাহাড়ে আনন্দ করে কাজ করেছেন বলে জানালেন। ‘আমি জানতাম ভালো হবে। আমাদের টিমের ভালো বন্ডিং। ফিরে আসার পর বুঝতে পারলাম যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। ফিরে এসেও বাতাসিয়া লুপের কথা মনে পড়ছে। পাহাড়ের নীচে ওখানে একটা জিম ছিল। ওখানে আমি দু’দিন ওয়ার্কআউটও করেছি। চোখ বন্ধ করলেই পাহাড়ি রাস্তা, মেঘ নেমে আসা মুহূর্তগুলো মনে পড়ছে’, স্মৃতি ভাগ করে নিলেন দিব্যজ্যোতি।  
প্রসঙ্গত টেলিকম রেগুলেটারি অথরিটি অব ইন্ডিয়া-র নতুন মাসুল নীতি কার্যকর হওয়ার পর কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে ফেব্রুয়ারি মাসে কিছুদিনের জন্য কেবল টিভির কয়েকটি চ্যানেল বন্ধ ছিল। যার প্রভাব পড়েছে মার্চ শুরুর টিআরপিতে। 

3rd     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ