বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

বইপাড়া ও পুরনো কলকাতার ছবি

 নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে তাঁর পরিচালনায় প্রথম ছবি ‘মানবজমিন’। আর তাঁর আগেই নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন কবি-পরিচালক শ্রীজাত। ‘অটোগ্রাফ’ ছবিতে শ্রেয়া ঘোষালের কণ্ঠে জনপ্রিয় হয়েছিল ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’ গানটি। সৃজিত মুখোপাধ্যায়ের ছবির সেই গানের লাইন নিয়েই শ্রীজাত তাঁর ছবির নামকরণ করেছেন। পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্যও তাঁর লেখা। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। কলকাতা বইপাড়া, কলেজ স্ট্রিট ও পুরনো কলকাতাকে ঘিরে ছবির গল্প। ছবির নাম এরকম কেন? পরিচালক বললেন, ‘এই ছবির অন্যতম চরিত্র একটা ট্রাম। তাই সকলে মিলেই এই নামটা ঠিক করা হয়েছে। এক কবিকেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে।’ ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছর। আপাতত চিত্রনাট্য লেখার কাজ চলছে। 
ছবি প্রসঙ্গে পরমব্রত বললেন, ‘শ্রীজাতদার সঙ্গে মানবজমিন ছবিটা করেছি। আমাদের মানসিকতার একটা মিল আছে। সত্যি বলতে কী এই ছবির কনসেপ্ট আমার বেশি ভালো লেগেছে। দেখা যাক কবে থেকে কাজ শুরু হয়।’ ‘সিনেমাওয়ালা’ ছবির পর আবার পরমব্রতর সঙ্গে জুটি বাঁধছেন সোহিনী। তাঁর কথায়, ‘প্রযোজক রানা সরকার ও শ্রীজাতদা দুজনের সঙ্গেই এটা আমার প্রথম কাজ। পরমদার সঙ্গেও প্রায় ৮ বছর পর ছবি করছি। ভালো কিছুর অপেক্ষাতেই আছি।’

30th     December,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ