উত্তরবঙ্গ

আজ থেকে স্বাভাবিক হতে
পারে সমতলের আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, মালবাজার: শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের সমতলে বৃষ্টি কিছুটা কমলেও সিকিম ও দার্জিলিং পাহাড়ে তা অব্যাহত থাকবে। বুধবার আবহাওয়ার এমন পূর্বাভাস জানিয়েছেন সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা। অন্যদিকে, টানা কয়েকদিনের বৃষ্টিতে উত্তরবঙ্গে আলু সহ সব্জি চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এর জেরে সব্জির দাম বাড়তে পারে বলে আশঙ্কা।
মঙ্গলবার দিনভর শিলিগুড়ির আকাশ ভালো থাকলেও রাতে বৃষ্টি হয়। বুধবারও সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার ছিল। দুপুরে এক পশলা বৃষ্টি হয়। এরপর বৃষ্টি না হলেও আকাশ মেঘলা ছিল। ডুয়ার্সের মাল, মেটেলি ও নাগরাকাটার অবস্থাও একই। সংশ্লিষ্ট তিনটি এলাকায় বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় জল জমে যায়। পাশাপাশি, গরমের হাত থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তবে আজ, বৃহস্পতিবার থেকে সমতলের আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানান, পশ্চিমীঝঞ্ঝা কিছুটা দুর্বল হয়েছে। তাই বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সমতল ভাগে বৃষ্টি আস্তে আস্তে কমবে।
এদিকে, দার্জিলিং পাহাড় ও সিকিমে বৃষ্টি অব্যাহত রয়েছে। এদিন দুপুরে দার্জিলিং পাহাড়ে সামান্য কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও দিনভর দফায় দফায় বৃষ্টি হয়। এতে ঠান্ডার দাপট অব্যাহত রয়েছে। প্রতিবেশী রাজ্য সিকিমেও বৃষ্টি হয়েছে। সেখানকার কিছু এলাকায় এদিনও তুষারপাত হয়।
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা