দেশ

ইন্ডিয়ার চাপে গণনার সব শর্ত মানল কমিশন 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক্সিট পোল যাই বলুক না কেন, বিরোধীদের আত্মবিশ্বাসের চাপে ‘ইন্ডিয়া’র সব দাবিই মেনে নিল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানালেন, ‘পোস্টাল ব্যালট আগেই গোনা হবে। তার আধ ঘণ্টা পর ইভিএমের ভোট। এবং পরে পাঁচটি ভিভিপ্যাট।’ 
ভোটপর্ব জুড়েই বিরোধী মহাজোট লাগাতার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। আড়াই মাস যাবৎ ভোট, ইভিএম সংক্রান্ত অভিযোগ, ভোটের হার ঘোষণায় ঢিলেমি—এমন বহু বিষয়ে সরব হয়েছে ‘ইন্ডিয়া’। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, ‘বাস্তবে এবার নির্বাচনে মানুষের যা মুড দেখা গিয়েছে, তাতে বিজেপির আর ক্ষমতায় ফেরার কথা নয়। কিন্তু এরপরও যদি বিজেপি ৩০০ প্লাস আসন পায়, বুঝতে হবে ইভিএমে নির্ঘাত কোনও কারসাজি রয়েছে।’ তাই একাধিক দাবি নিয়ে রবিবার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী নেতারা। বলা হয়েছিল, স্ট্রং রুম থেকে গণনার টেবিল পর্যন্ত কন্ট্রোল ইউনিট (যেখানে ভোট ধরা থাকে) নিয়ে আসার পুরো পথ ক্যামেরাবন্দি করতে হবে। সবার আগে গুনতে হবে পোস্টাল ব্যালট। ইভিএম ইউনিটের ইউনিক নম্বর মিলিয়ে দেখার পাশাপাশি প্রার্থীর কাছে ফর্ম ১৭-সির তথ্য মেলাতে হবে। গণনার টেবিলে বসতে দিতে হবে কাউন্টিং এজেন্টকে ইত্যাদি। সেই সবই মেনে নিয়েছে কমিশন। তবে কারসাজির অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজীব কুমার। বলেছেন, ‘অহেতুক হাওয়ায় কথা না বলে প্রমাণ দেখাক বিরোধীরা। স্রেফ গুজব ছড়ানো মোটেই স্বাস্থ্যকর বিষয় নয়।’ তিনি জানান, ‘কমিশন নিরপেক্ষ হয়েই ভোট পরিচালনা করে। তাই কিছু রাজনৈতিক দল পোস্টাল ব্যালটের গণনা থেকে শুরু করে সিসি ক্যামেরার কভারেজ, গণনার টেবিলে প্রার্থীর কাউন্টিং এজেন্টের উপস্থিতি সহ যেসব ইস্যু তুলেছে, যাবতীয় দাবি মেনে নেওয়া হয়েছে।’ এদিন রাজীব কুমার জানিয়েছেন, সাড়ে ১০ লক্ষ গণনা কেন্দ্রের এক একটিতে ১৪টা করে টেবিল থাকবে। তার একদিকে থাকবেন রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। অন্যদিকে প্রার্থীর কাউন্টিং এজেন্ট। কন্ট্রোল ইউনিট একটি তার ঘেরা চ্যানেলের মধ্যে দিয়ে আনা হবে। কোন মেশিন কোন কেন্দ্রে কবে ব্যবহার হয়েছে, তার তারিখ থাকবে। পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং হবে। ‘রেজাল্ট’ বোতাম কাউন্টিং এজেন্টকে দেখিয়েই টেপা হবে। সিস্টেমে কোনও ত্রুটি নেই। তবে এরপরও কিছু হিউম্যান এরর হতে পারে। সেটাও শুধরে নেওয়া হবে।
24d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা