দেশ

ইডির ব্যর্থতাতেই মালিয়া, নীরব, চোকসিরা পলাতক, তোপ আদালতের

মুম্বই: অপরাধীকে গ্রেপ্তার নয়, বিরোধীদের কণ্ঠরোধেই বেশি তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মোদি জমানায় বারবার উঠেছে এই অভিযোগ। এবার শুধু অভিযোগ নয়, অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ না করায় ইডিকে দুষল খোদ আদালতই। নীরব মোদি, মেহুল চোকসি ও বিজয় মালিয়ার মতো ঋণখেলাপিদের পালিয়ে যাওয়ার ঘটনায় সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো হল এই কেন্দ্রীয় এজেন্সিকে। সম্প্রতি আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত এক ব্যক্তির জামিনের শর্ত শিথিলের আর্জির শুনানি চলছিল মুম্বইয়ের এক বিশেষ আদালতে। সেই শুনানিতে বিশেষ বিচারক এম জি দেশপান্ডে সাফ বলেন, তদন্তকারী সংস্থাগুলি সঠিক সময়ে গ্রেপ্তার না করায় দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছেন নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়ারা। তাতেই মুখ পুড়েছে ইডির।
গত মাসে মামলাটি করেছিলেন আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে (পিএমএলএ) অভিযুক্ত ব্যোমেশ শাহ। বিদেশ সফরে যাওয়ার আগে আদালতের অনুমতি গ্রহণের শর্তটি বাতিলের অনুরোধ জানান তিনি। শুনানি চলাকালীন তাঁর আর্জির বিরোধিতা করে ইডি। তারা যুক্তি দেয়, অভিযুক্ত ব্যোমেশ বিদেশে পালিয়ে যেতে পারেন। উদাহরণ হিসেবে নীরব মোদি, বিজয় মালিয়া ও মেহুল চোকসিদের মতো ফেরার ব্যবসায়ীদের প্রসঙ্গ উল্লেখ করা হয়। কিন্তু তাতে কর্ণপাত করেননি বিচারক। তিনি সাফ বলেন, ‘আমি সমস্ত যুক্তি বিস্তারিতভাবে খতিয়ে দেখেছি। সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলি ওই ঋণখেলাপিদের সঠিক সময়ে গ্রেপ্তার করতে পারেনি। সেজন্যই তাঁরা বিদেশে গা ঢাকা দিতে পেরেছেন। অন্যদিকে আবেদনকারী ব্যোমেশ আদালতের সমন মেনে হাজিরা দিয়েছেন। জামিনও পেয়েছেন। বিদেশে যাওয়ার জন্য বহুবারই আবেদন জানিয়েছেন। তাই নীরব মোদিদের মতো ফেরার শিল্পপতিদের সঙ্গে তাঁর বিষয়টি মেলানো যায় না।’ এই মন্তব্যে আদালত কার্যত মালিয়াদের মতো ঋণখেলাপিদের বিরুদ্ধে উপযুক্ত সময়ে ব্যবস্থা গ্রহণে ইডির ব্যর্থতার দিকেই ইঙ্গিত করেছে বলে দাবি আইনি মহলের। আর তা হয়েছে মোদি জমানাতেই। কেন্দ্রের বিজেপি সরকার বারবার মালিয়া-চোকসিদের গ্রেপ্তার করে ফেরানোর কথা বললেও কাজ কিছু হয়নি। বরং গত বছরই জানা গিয়েছিল, চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস সরিয়ে নিয়েছে ইন্টারপোল। এই ঘটনায় সিবিআইয়ের ব্যর্থতা প্রকট হয়। 
বিচারক দেশপান্ডে আরও বলেছেন, মূলত ইডিই ঋণখেলাপিদের  অবাধ বিচরণের অনুমতি দেয়। তাদের বিদেশ ভ্রমণ, কিংবা তথ্যপ্রমাণে বিকৃতি ঘটানোর চেষ্টাও আটকায় না। কিন্তু এই প্রথম যখন এধরনের কোনও অভিযুক্ত বিদেশ ভ্রমণের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন, তখন আশ্চর্যজনকভাবে নানান যুক্তি ও আপত্তি উঠে আসছে। কিন্তু ইডি প্রাথমিকভাবে যা করতে ব্যর্থ হয়েছে, এখন আদালতও তা করতে পারে না। 
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১ হাজার কোটি টাকা প্রতারণার মামলা ঝুলছে হিরে ব্যবসায়ী নীরব মোদি ও  তাঁর কাকা মেহুল চোকসির নামে। নীরব বর্তমানে ব্রিটেনের জেলে বন্দি। তাঁর কাকা বহাল তবিয়তে রয়েছেন অ্যান্টিগায়। অন্যদিকে ৯০০ কোটি টাকা ঋণখেলাপ মামলায় অভিযুক্ত মালিয়াও ব্রিটেনে কারাবন্দি। তাঁকে ভারতে প্রত্যর্পণের চেষ্টা ধাক্কা খেয়েছে।
24d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা