দেশ

ফল প্রকাশের আগে সতর্ক বিজেপি, বিজয়োৎসবের প্রস্তুতি চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সতর্ক বিজেপি। এক্সিট পোল নিয়ে প্রত্যাশিত উচ্ছ্বাস শীর্ষ নেতৃত্বের নেই। ফলাফল প্রকাশের আগে সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা সর্বোচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন সোমবার দুপুরে। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় নির্বাচনী কমিটির  পদাধিকারীরা। বৈঠকে প্রধানত আলোচনা হয়েছে গণনা নিয়ে। নির্দেশ দেওয়া হয়েছে, গণনাকেন্দ্রে যেন সতর্কভাবে প্রত্যেকেই নিজেদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করেন। কোনওভাবে কাউন্টার সেন্টার ছেড়ে যাওয়া চলবে না। বিজেপি গণনার সময় অনিয়ম করতে পারে বলে অভিযোগ করছে বিরোধীরা। সেই একই শঙ্কা বিজেপিও প্রকাশ করেছে। বিরোধী শাসিত রাজ্যে যাতে গণনায় গরমিল করার সুযোগ কেউ না পায়, সেটাই নিশ্চিত করতে বলেছে বিজেপি নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেছেন, বৈঠকে গণনা এবং তৎপরবর্তী কর্মসূচি নিয়েই আলোচনা হয়েছে। কোনও বিজয়োৎসবের সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি। আমরা এক্সিট পোল দেখে কোনও দলীয় কর্মসূচি স্থির করি না।  আগে প্রকৃত ফলাফল ঘোষিত হোক, তারপর পরবর্তী সিদ্ধান্ত হবে। যদিও জানা যাচ্ছে, জয় নিয়ে বিজেপি এতটাই নিশ্চিত যে, সোমবার থেকেই বিজয়োৎসবের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। চারশো পারকে থিম করেই লাড্ডু বিতরণ হবে। গোটা সদব দপ্তরে একঝাঁক মেকশিফট স্টুডিও নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বিকেলে সদর দপ্তরে হাজির হবেন। জানা যাচ্ছে, গরিষ্ঠতা পেলেই প্রধানমন্ত্রী দিল্লিতে লোককল্যাণ মার্গের বাসভবন থেকে দীনদয়াল উপাধ্যায় মার্গ পর্যন্ত রাস্তায় রোড শো করবেন। রাস্তার দুপাশে অন্তত ১ লক্ষ জনসমাগমের পরিকল্পনা রয়েছে। মোদি দলের সদর দপ্তর থেকেই সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন এবং বিশেষ কিছু চমকপ্রদ ঘোষণাও করতে পারেন বলে জানা যাচ্ছে। 
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা