দেশ

যোগীরাজ্যে ঘুম থেকে তুলতে শ্রমিকের মুখে প্রস্রাব, গ্রেপ্তার

লখনউ: তীব্র গরম পড়েছে। তাই বিকেলে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলেন এক শ্রমিক।  ক্লান্তিতে চোখে ঘুম চলে আসে রাজকুমার রাওয়াত নামে ওই শ্রমিক ও তাঁর সহকর্মী সঞ্জয় মৌর্যের। খানিকক্ষণ পর ঘুম ভাঙে সঞ্জয়ের। তখনও ঘুমিয়ে ছিলেন রাজকুমার। বারবার ডেকে রাজকুমারকে ওঠাতে না পেরে তাঁর মুখে প্রস্রাব করে দেন সঞ্জয়। শুধু তাই নয়, ঘটনার ভিডিও তুলে দেন সোশ্যাল মিডিয়ায়। রাজধানী লখনউয়ের এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঢি ঢি পড়ে যায় যোগীরাজ্যে। সোশ্যাল মিডিয়ায় ঘটনার তীব্র প্রতিবাদ করতে থাকেন নেটিজেনরা। রাজকুমারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস দাবি করেছে, রাজকুমার এবং সঞ্জয় এক জায়গায় কাজ করেন।
সূত্রের খবর, লখনউয়ের দুব্বগা থানার চান্দিয়া খেড়ায় ঘটনাটি ঘটেছে রবিবার। ওই এলাকাতেই স্ত্রী এবং সন্তানকে সঙ্গে নিয়ে থাকেন রাজকুমার। কোনও নির্দিষ্ট কাজ নেই তাঁর। মূলত নির্মাণ সামগ্রী তোলা ও নামানোর কাজই করেন তিনি। রবিবার তিনি ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন। ঘুমন্ত রাজকুমারকে ডেকে সাড়া না পেয়ে রাগে তার মুখে প্রস্রাব করে দেন সঞ্জয়। তবে ঘটনাটিকে লঘু করার চেষ্টাও করেছিল পুলিস। লখনউ ওয়েস্ট জোনের ডিসিপি একটি ভিডিও বার্তায় জানান। রাজকুমার এবং সঞ্জয় একে অপরকে চেনেন। ঘটনার দিন তাঁরা মদ্যপ ছিলেন। মদ খেয়ে তাঁরা দু’জনেই ঘুমিয়ে পড়েন। তবে ঘুম ভাঙার পরে রাজকুমারকে ডেকে জাগাতে না পেরে সঞ্জয় তার গায়ে প্রস্রাব করে দেন। তবে পুলিসের এই বয়ানের প্রতিবাদ করেন রাজকুমারের স্ত্রী। এরপরই সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। 
24d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা