দেশ

একুশের মতো এবারও ভুল প্রমাণিত হবে এক্সিট পোল, দাবি লিবারেশনের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংবিধান ও বিপন্ন গণতন্ত্র রক্ষার জন্য গণজাগরণের সম্ভাবনা ও সামর্থ্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। ভোট শেষে এমনটাই মনে করছেন সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তাঁর মতে, ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের  বুথফেরত সমীক্ষার মতো এবারের এক্সিট পোলও ভুল প্রমাণিত হবে।
এবার ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে 
একটি করে আসনে এবং বিহারে তিনটি কেন্দ্রে লড়াই  করেছে ইন্ডিয়া জোটের এই  শরিক দল। দীপঙ্করবাবুর কথায়, ‘আমার চোখে গণজাগরণের এই সম্ভাবনা বেড়ে যাওয়াটা একটা বড় লাভ। বিজেপি ঠিক করেছিল, রামমন্দির বলে বলে জিতে যাবে। কিন্তু সেটা এই ভোটে কোনও ইস্যু হয়নি। অনেকদিন বাদে  বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দারিদ্র, সংবিধান সম্পর্কে মানুষের চিন্তাভাবনা নির্বাচনের কেন্দ্রীয় ইস্যু হিসেবে উঠে এসেছে। এটা একটা মস্ত ব্যাপার।’ শহুরে শিক্ষিত মধ্যবিত্তের একটা বড় অংশ কি ধর্মীয় বিভাজনের শিকার?  দীপঙ্করবাবু বলেন, ‘এভাবে একটা ছকে ফেলে দেওয়া যাবে না। ২০১৪ বা ২০১৯-এর তুলনায় আমি এবার যুবসমাজের মধ্যে ভীষণ রকমের উদ্বেগ দেখেছি। পশ্চিমবঙ্গে খুব একটা যাইনি, তাই জানি না। কিন্তু বিহার-ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে নির্বাচনে যা দেখলাম, তাতে মনে হয়েছে এবার বিভাজনমূলক রাজনীতি কাজ করবে না। গ্রামাঞ্চলে দলিতদের মধ্যে সংবিধান রক্ষা একটা বড় ইস্যু। শহুরে মধ্যবিত্তদের মধ্যে বেকারি নিয়ে ক্ষোভ রয়েছে। আইআইটিতে প্লেসমেন্ট হচ্ছে না। নির্বাচনের ফলাফলে এসব কতটা প্রতিফলিত হবে, বলতে পারব না। কিন্তু এগুলো বিরাট ইস্যু। পশ্চিমবঙ্গের চিত্র সামগ্রিকভাবে একটু আলাদা।’ বাংলার সম্ভাব্য ফলাফল নিয়ে তাঁর মন্তব্য, ‘বিজেপি যদি ১২টির বেশি আসন পায়, তাহলে অবাক হব। বিহার-ঝাড়খণ্ডে আমরা অর্ধেকের বেশি আসন পাব।’
24d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা