দেশ

জুনে ১৩৩ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি বেঙ্গালুরুতে

বেঙ্গালুরু ও গুয়াহাটি: মাসখানেক আগেই পানীয় জলের জন্য হাহাকার পড়ে গিয়েছিল বেঙ্গালুরুতে। আর এবার জুন মাসে গত ১৩৩ বছরের রেকর্ড পরিমাণ বৃষ্টির সাক্ষী থাকল কর্ণাটকের রাজধানী। রবিবার সেখানে সারাদিনে ১১১. ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর আগের রেকর্ড ছিল ১৮৯১ সালের ১৬ জুন। সেবার বেঙ্গালুরুতে একদিনে ১০১.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। কেরলে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। আর তার প্রভাবেই এই বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে। প্রবল বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বর্ষণে শহরের জয়নগর, ইলেকট্রনিক সিটি, এম জি রোড, ইন্দিরানগরের মতো এলাকা জলমগ্ন। ট্রিনিটি মেট্রো স্টেশনে গাছ পড়ে বিঘ্ন ঘটেছে রেল চলাচলে। বহু জায়গায় বিদ্যুৎ নেই। আগামী বুধবার পর্যন্ত কোথাও ঝড়-বৃষ্টি, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির জেরে বেঙ্গালুরুর সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
অন্যদিকে, অসমের বন্যা পরিস্থিতিরও বিশেষ উন্নতি হয়নি। বন্যায় আরও তিনজনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে দুজন কাছাড়ের ও একজন নগাঁওয়ের বাসিন্দা। সব মিলিয়ে রেমাল ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগে অসমে ১৮ জনের মৃত্যু হল। একইসঙ্গে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবরও মিলেছে। তবে বন্যাদুর্গত মানুষের সংখ্যা কিছুটা কমেছে বলে সরকারি বুলেটিনে জানানো হয়েছে। তাতে আরও বলা হয়েছে, রাজ্যের নদীগুলির জলস্তর এখনও কমেনি। দুর্গত মানুষদের বিভিন্ন ত্রাণশিবিরে রাখা হয়েছে। অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, রবিবার রাত পর্যন্ত ১৩টি জেলায় বন্যাদুর্গতের সংখ্যা ৫লক্ষ ৩০ হাজারের বেশি। সব থেকে বেশি ক্ষতি হয়েছে নগাঁও জেলায়। বিভিন্ন জেলায় ঘর হারানো ৩৯ হাজার মানুষকে ১৯৩টি ত্রাণশিবিরে রাখা হয়েছে বলে দপ্তর জানিয়েছে। আরও ৮২টি ত্রাণশিবিরও চালু রয়েছে। রাজ্যের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজ চালাচ্ছে।
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা