রাজ্য

সুপারি চোরাচালানের অভিযোগে  গ্রেপ্তার ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রমাণ লোপাট করতে ভেঙে ফেলা হয়েছিল মোবাইল ফোন। পাছে সে কার কার সঙ্গে যোগাযোগ রাখত, তা টের না পান তদন্তকারীরা। তাও শেষরক্ষা হল না চোরাচালানকারী নরোত্তম বালার। ডিআরআইয়ের হাতে ধরা ঩পড়ে গেল এই পাচারকারী। তার অ্যাকাউন্টে ১৪ লক্ষ টাকা ঢুকেছে বলে হাতে গরম নথি পেয়েছে এজেন্সি। অভিযুক্তের সঙ্গে সুপারি পাচারে জড়িত আন্তর্জাতিক চোরা কারবারিদের যোগ মিলেছে বলেও জানা গিয়েছে।
শুল্ক ফাঁকি দিয়ে মালয়েশিয়া থেকে সুপারি আনার অভিযোগে কয়েকদিন আগে দু’জনকে গ্রেপ্তার করে ডিআরআই। তখন উদ্ধার হয়েছিল ৩ কোটি ৪৬ লক্ষ টাকা মূল্যের সুপারি। জানা গিয়েছে, মালয়েশিয়া থেকে চোরাপথে ওই সুপারি নিয়ে আসা হয়েছিল কলকাতায়। খাতায়-কলমে সুপারি নয়, দেখানো হয়েছে, বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানি করা হয়েছে। যেকারণে শুল্ক কম দিতে হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চক্রের অন্যতম পান্ডা নরোত্তম বালা। তার সঙ্গে মালয়েশিয়ায় বেআইনি সুপারি কারবারে জড়িতদের যোগ রয়েছে। নরোত্তম একটি কোম্পানি খুলেছে। সেই কোম্পানির নামে বিভিন্ন সামগ্রী বুকিং হতো মালয়েশিয়া থেকে। আসলে এর আড়ালে আনা হতো সুপারি। নরোত্তমের কোম্পানির মাধ্যমে বিদেশে সুপারির চোরা কারবারিদের টাকা মেটানো হতো। অভিযুক্ত নরোত্তম চোরাপথে সুপারি নিয়ে এসে বিভিন্ন রাজ্যে পাঠাত। সমস্ত লেনদেনই হতো তার কোম্পানির মাধ্যমে। সেখান থেকে ডিআরআইয়ের অফিসাররা নিশ্চিত হন, নরোত্তমই এই চোরা কারবারের মাথা। এরপর তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়। ডিআরআইয়ের অফিসাররা দেখেন, অভিযুক্তের মোবাইল বন্ধ। আগের সিম সে ব্যবহার করছে না। এরপর তার মোবাইলের কল ডিটেইলস বের করা হয়। দেখা যায়, আগে ধৃত দুই অভিযুক্তের সঙ্গে তার নিয়মিত কথা হয়েছে। এমনকী, মালয়েশিয়া থেকে ফোনও এসেছে। সেখান থেকেই কয়েকজন চোরা কারবারির নাম পান তদন্তকারীরা। এরপর তার বাড়িতে হানা দিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ‘ফ্রিজ’ করা হয় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা