রাজ্য

বাবা শয্যাশায়ী, মিষ্টির দোকানে কাজ করছে ক্লাস এইটের ছেলে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রবীন নাইয়ার দুই ছেলেই পড়াশোনায় ভালো। বাবা ভেবেছিলেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে তারা। কিন্তু ভাগ্যের লিখন পড়া সম্ভব নয় মানুষের পক্ষে। রবীন দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর দুই ছেলেই সংসার চালাতে কাজে লেগে পড়েন। গত বছর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন রবীনবাবু। এখন ক্রাচ নিয়ে হাঁটেন। বললেন, ‘দু’ছেলে পড়াশোনা ছেড়ে কাজে ঢুকেছে। একজন বাবার কাছে এর থেকে দুঃখের কী হতে পারে?’ ইব্রাহিম আলির জীবনটাও রবীনের মতো পাল্টে গিয়েছে। করমণ্ডল দুর্ঘটনায় হাত অকেজো গিয়েছে তাঁর। এখন কোনও কাজই করতে পারেন না। ক্ষতিপূরণের টাকায় কোনওক্রমে সংসার চালাচ্ছেন। তবে সে টাকা শেষ হয়ে গেলে তিন সন্তান আর স্ত্রীকে খাওয়াবেন কী, জানেন না।
দুই জুন তারিখটা অভিশপ্ত। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। মৃত্যু হয়েছিল অনেকের। অনেকে বেঁচেও গিয়েছিলেন। তবে তাঁদের পৃথিবীটা উল্টেপাল্টে যায়। তাঁদেরই একজন বাসন্তীর উত্তর মোকামবেড়িয়ার ছড়নেখালি গ্রামের রবীন নাইয়া। আর ইব্রাহিম আলি কাকদ্বীপ বিধানসভার মধুসূদনপুর পঞ্চায়েতের ৬৪ পল্লির বাসিন্দা। রবীনবাবুর পায়ে ও কোমরে মারাত্মক আঘাত লেগেছিল। একটানা কয়েক মাস বিছানায় ছিলেন। ডান পায়ে এখনও ক্ষত রয়েছে। অস্ত্রোপচার প্রয়োজন বলে চিকিৎসকরা বলেছেন। কিন্তু দুর্ঘটনার পর পাওয়া ক্ষতিপূরণের সব টাকা চিকিৎসা করাতেই শেষ। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আমি অক্ষম। অন্নসংস্থান করতে বড় ছেলে মাধ্যমিক পাশ করে একটি কাঠের দোকানে কাজে ঢুকেছে। ছোট ছেলে অষ্টম শ্রেণিতে পড়ত। সে পর্যন্ত মিষ্টির দোকানে কাজ করছে। স্বপ্ন ছিল ছেলেদের পড়াশোনা করিয়ে মানুষ করে তুলব। হল না। যন্ত্রণা বাড়লে মনে হয় দুর্ঘটনায় মারা গেলেই বোধহয় ভালো হতো।’ 
ইব্রাহিম আলির গ্রামের ১১ জন করমণ্ডল দুর্ঘটনার কবলে পড়েছিলেন। বেঁচে গিয়েছেন ইব্রাহিম একা। তিনি বলেন, ‘এই দুঃস্বপ্ন মন থেকে কবে মুছবে জানি না। কিন্তু এ যন্ত্রণা সারাজীবন বয়ে বেড়াতে হবে।’ তাঁর দু’হাতেই অস্ত্রোপচার হয়েছে। ভারী জিনিস তোলা নিষেধ। ফলে চাষের কাজ কোনও কিছুই তাঁর পক্ষে করা সম্ভব নয়। কবে সক্ষম হবেন নিজেও জানেন না। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তাঁর সংসার। দুর্ঘটনার ক্ষতিপূরণের টাকায় সংসার চলছে। কিন্তু সে টাকায় কতদিন চলবে? এই প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে হাতের ক্ষত দেখিয়ে বললেন, ‘দু’হাতেই লোহার পাত বসেছে। কয়েক বছর পর বের করতে হবে। আর আগের মত কাজ করতে পারব কি না জানি না। বাড়িতে যখন একা বসে থাকি, চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়াবহ দৃশ্য, লাশের স্তূপ, দুমড়ে মুছড়ে যাওয়া ট্রেনের বগি। চারদিকে কান্নার রোল, পরিজনদের খোঁজে উন্মাদের মত দৌড়ে বেড়াচ্ছেন লোকজন। এসব ভাবলে এখনও পা ঠকঠক করে কাঁপে।’ 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা