রাজ্য

নির্বাচনের স্বার্থে আন্দোলনকারীদের নগদ টাকায় দেশ ঘুরিয়েছে বিজেপি! 

বিশ্বজিৎ মাইতি, সন্দেশখালি: গত দু’মাসে অনেকটাই বদলে গিয়েছে তাঁদের জীবন! সন্দেশখালির প্রায় দেড় হাজার মহিলাকে লোকসভা ভোটের প্রচারে শুধু এ রাজ্যের বিভিন্ন প্রান্তে নয়, বিভিন্ন রাজ্যেও নিয়ে যাচ্ছে বিজেপি। আর এর দৌলতে বদলে গিয়েছে তাঁদের গ্রাম্য ও অনাড়ম্বর জীবনযাত্রা। দলের  ঠিক করে দেওয়া বিলাসবহুল হোটেলে গিয়ে উঠছেন তাঁরা। সেই সঙ্গে দৈনিক পারিশ্রমিক বাবদ পাচ্ছেন ভালো অঙ্কের মাসোহারা। বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩৮টিতেই এই বিশেষ দল বিজেপির হয়ে প্রচার করে এসেছে। অন্যান্য রাজ্যে প্রচার তো আছেই। 
এই আবহে সন্দেশখালিতে কান পাতলে শোনা যাচ্ছে নানা প্রশ্ন। প্রচারের নামে দেশ ও রাজ্য ভ্রমণের পর ফিরে আসা মহিলাদের মধ্যেই প্রশ্ন উঠছে লাভ-ক্ষতির অঙ্ক নিয়ে। ভোটের জন্য সন্দেশখালির মানুষকে কি স্রেফ ব্যবহার করল বিজেপি? প্রচারে যাওয়া মহিলাদের টাকা দিতে কোনও কার্পণ্য না থাকলেও মামলায় জড়িয়ে যাওয়া বহু আন্দোলনকারীকে গাঁটের কড়ি খসিয়ে জামিন নিতে হয়েছে। তাই অসন্তোষ দানা বাঁধছে। ‘নীরব ভোটে’ সবক শেখানোর হুঁশিয়ারি দিচ্ছেন বহু আন্দোলনকারী।
সম্প্রতি ভাইরাল একটি ভিডিওয় দেখা গিয়েছে, বিজেপি প্রার্থী রেখা পাত্র কিছু মহিলাকে আন্দোলনকারী সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া নিয়ে ক্ষোভ জানাচ্ছেন। যদিও প্রার্থী হওয়ার পর ওই কথা বেমালুম অস্বীকার করেন রেখাদেবী। দ্বীপাঞ্চলের চায়ের ঠেকে, জটলায় এসব প্রসঙ্গ যেমন ঘুরেফিরে আসছে, তেমনই চর্চা চলছে বিজেপির প্রচারে মহিলা দল নিয়ে। সূত্রের খবর, সন্দেশখালির দেড় হাজারের বেশি মহিলাকে নিয়ে ৩১০টির বেশি টিম গঠন করেছে গেরুয়া শিবির। প্রতিটি টিমে থাকছেন পাঁচ জন মহিলা ও একজন পুরুষ সদস্য। তাঁদের থাকা-খাওয়ার হোটেল খরচ এবং দৈনিক পারিশ্রমিক দেওয়া হচ্ছে। বিভিন্ন লোকসভা কেন্দ্রে ১০ থেকে ১২দিন থেকে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন তাঁরা। 
পারাপারের জন্য ধামাখালিতে বসেছিলেন এরকম একটি প্রচার-দলের কয়েকজন মহিলা। কথায় কথায় বললেন, ‘উত্তর কলকাতায় প্রচারে যাচ্ছি। থাকা-খাওয়া কোথায় হবে, সব পার্টি ঠিক করেছে। ভালো ভালো জায়গায় রাখছে।’ এভাবে ঘুরে বেড়ালে সংসার চলছে কীভাবে? এক মহিলার সটান জবাব, ‘দিনের দিন টাকা দিয়ে দিচ্ছে। আয় না থাকলে কেন যাব?’ সূত্রের খবর, দিনে এক হাজার বা কখনও কখনও তারও বেশি টাকা দেওয়া হচ্ছে এক-একজনকে। মাইতিপাড়ার বহু মানুষ আন্দোলনে নেমেছিলেন। সেখানে গাছের তলায় বসে তাস খেলছিলেন কয়েকজন। পরিস্থিতি কী জানতে চাওয়ায় এদিক-ওদিক দেখে নিয়ে একজন বললেন, ‘এখন সবাই দু’দলে ভাগ হয়ে 
গিয়েছে। সত্যি কথা বললে বিপদ। ১২০০ আন্দোলনকারীর নামে কেস হয়েছিল। আমরা সবাই নিজেদের পকেট থেকে কেউ দু’হাজার, কেউ পাঁচ হাজার টাকা লাগিয়ে জামিন নিয়েছি। বিজেপি কোনও সাহায্য করেনি। কী চলছে, সবাই জানে।’ 
আন্দোলনের প্রেক্ষিতে পুলিস গ্রেপ্তার করেছিল সন্দেশখালির প্রাক্তন বিধায়ক তথা বসিরহাট লোকসভার সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারকে। তিনি বলেন, ‘একটা অরাজনৈতিক আন্দোলনকে গ্রাস করতে চেয়েছিল বিজেপি। সাধারণ আন্দোলনকারীদের অর্থের বিনিময়ে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছিল। এবার মানুষ জবাব দেবে।’ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত বলেন, ‘বিজেপির ষড়যন্ত্র মানুষ ধরে ফেলেছে। ভোটে সব জবাব পাবে ওরা।’ তবে বিজেপি নেতা বিকাশ মাহাতর দাবি, ‘আন্দোলনকারীদের পাশে বিজেপি সবসময় আছে বলেই মহিলারা তাঁদের যন্ত্রণার কথা সারা বাংলার মানুষের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছেন। এখানে কোনও অর্থের বিষয় নেই। আন্দোলনকারীরা স্বতঃস্ফূর্তভাবে গিয়েছেন। তৃণমূলের ঘৃণ্য ষড়যন্ত্রে কেউ পা দেবে না।’
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা