রাজ্য

‘অপশাসনের আর ৭ দিন’, শেষ দফার ভোটের আগে মমতার নিশানায় মোদিতন্ত্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব, দশ বছরে সব ক্ষেত্রেই রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদি। আম জনতা সংসার চালাতে আতান্তরে পড়েছে, আর আচ্ছে দিনের গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী। এক দশকের এই মোদিতন্ত্রকে স্রেফ ‘অপশাসন’ বলে ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাপ্য টাকা বন্ধ, দুর্নীতির অভিযোগ তুলে বেছে বেছে তৃণমূল নেতাদের জেলে ভরা, ভোট এলে বিরোধীদের কোমর ভাঙার চেষ্টা... নানাবিধ কেন্দ্রীয় অবরোধের মুখে পড়েও পিছু হটেননি বাংলার মুখ্যমন্ত্রী। প্রত্যেক দফার ভোটপর্বের সঙ্গে তাঁর প্রত্যয় ও মোদি-বিরোধিতার ঝাঁঝ আরও বেড়েছে। তার প্রমাণ মঙ্গলবার ফের দিয়েছেন মমতা বেহালা চৌরাস্তার সভায়। দুর্যোগ সামলে কলকাতার প্রাণকেন্দ্রে রোড-শো, আর তারপর সমাবেশ। দৃপ্ত পদক্ষেপের সঙ্গেই তাঁর ঘোষণার অনুরণন শোনা গিয়েছে কলকাতার আকাশে—অপশাসনের আর মাত্র সাতদিন। জুমলার শেষ সাতদিন। মমতার স্পষ্ট বার্তা, এবারের নির্বাচনে মোদির এই একনায়কতন্ত্রকে খতম করছে আম জনতা। বেহালার সভা থেকে মোদিতন্ত্রের বিরুদ্ধে মমতার গর্জন, ‘দেশের মানুষ মোদি সরকারের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছে। এমনকী দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ের বাজারও এবার ইন্ডিয়া জোটকে ৩৪৮ আসন দিচ্ছে। জেনে রাখুন, বিজেপি আর ক্ষমতায় ফিরবে না। উনি (মোদি) আর প্রধানমন্ত্রী থাকবেন না। প্রাক্তন হয়ে যাবেন।’
এদিন রাজ্যে এসে দু’টি জনসভা এবং একটি পদযাত্রাও করেছেন মোদি। নেতাজির জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেননি ঠিকই, বাঙালি আবেগ টানতে মূর্তিতে মালাটা দিয়েছেন। তৃণমূলের দুর্নীতি এবং অনুন্নয়নের দাবিই প্রাধান্য পেয়েছে তাঁর ভাষণে। আর এই ‘মিথ্যাচারে’র বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছেন মমতা। বাংলাকে লাগাতার বঞ্চনা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে কেন জবাব দেবেন না মোদি? এই প্রশ্ন বারবার তুলেছেন অগ্নিকন্যা। তাঁর আক্রমণ, ‘নির্বাচন ছাড়া ওঁর বাংলার কথা মনে পড়ে না। লুটেরাদের দল। বাংলার টাকা আটকে রেখে এখন মানুষকে ভুল বোঝাচ্ছেন! দেশটাকে কারাগার বানিয়ে দিয়ে এখন বাংলার কুৎসা করতে এসেছেন! মনে রাখবেন, রাজ্যে আমরা যা কাজ করেছি, তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। আমার এখন শুধু একটাই কাজ বাকি—বিজেপিকে হটানো।’ 
বেকারত্ব ইস্যুতে মমতার চূড়ান্ত কটাক্ষ, ‘দেখছেন তো, ওঁর আমলে আইআইটির ছেলেমেয়েরাও চাকরি পাচ্ছে না।’ তবে শ্লেষের চরম সীমায় মুখ্যমন্ত্রী গিয়েছেন তারপর। মোদি নিজেকে ‘ভগবানের সন্তান’ বলে দাবি করায় তাঁর কটাক্ষ, ‘ওঁর মিথ্যাচারের ঠেলায় প্রধানমন্ত্রী পদটাই আজ কলঙ্কিত। উনি চেয়ার ছেড়ে এখন মন্দিরে গিয়ে বসলেই পারেন। দেশের এমন প্রধানমন্ত্রীর দরকার নেই। দেশের মানুষই আপনাকে আর ওই আসনে চায় না।’ কেন? মমতার বক্তব্য, ‘মোদি ফিরলে দেশে আর নির্বাচন হবে না। রাজ্যগুলির আর কোনও অধিকার থাকবে না। মানুষের কথা বলার অধিকারও চলে যাবে।’ দেশের মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করায় মোদির লাঞ্চের খরচ নিয়েও খোঁচা দেন মমতা। বলেন, ‘আমরা যে ব্যাঙের ছাতা (মাশরুম) খাই, তার দাম মাত্র এক টাকা। আর ওঁর জন্য তাইওয়ান থেকে আনা ব্যাঙের ছাতার জন্য খরচ হয় ৮০ হাজার টাকা। আর লাঞ্চে খরচ হয় চার লক্ষ টাকা।’  
দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বিরাটির বণিক মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত পদযাত্রা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। -নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা