রাজ্য

 রেমাল তাণ্ডব বিপর্যয়ের বলি ৮,   দুর্যোগ কাটল দক্ষিণবঙ্গে
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় রেমালের তাণ্ডব প্রাণ কেড়ে নিল আটজনের। রবিবার রাতেই কলকাতায় বিপজ্জনক বাড়ি ভেঙে মারা গিয়েছিলেন মহম্মদ সাজিদ। সোমবার পাওয়া খবর অনুযায়ী, পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে বাবা-ছেলের। হাওড়া, বীরভূম, পানিহাটি, মহেশতলা ও সুন্দরবনে রেমালের তাণ্ডবে প্রাণ গিয়েছে দুই মহিলা সহ পাঁচজনের। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে রেমালের তাণ্ডব শেষ হয়েছে। সীমান্ত ধরে বাংলাদেশের দিকে ক্রমশ দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। আজ, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
তবে বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচেছে সুন্দরবন। নদীবাঁধ উঁচু থাকায় ও হাওয়া উত্তর থেকে দক্ষিণে বয়ে আসার ফলে বাঁধ ভেঙে জল গ্রামে প্রবেশ করতে পারেনি। কিছু জায়গায় বাঁধ টপকে জল এলেও তা বিপদসীমা অতিক্রম করেনি। তত্পর ছিল প্রশাসনও। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে রাতভর মনিটরিং করেছি। ভোটের কাজের মধ্যেও সরকারি কর্মীরা মানুষের সুরক্ষা নিশ্চিত করেছেন। যাদের সব চলে গিয়েছে, কথা দিচ্ছি প্রশাসন যা উদ্যোগ নেওয়ার নেবে। আপনারা চিন্তা করবেন না। পরিস্থিতি স্বাভাবিক হলেই আমি এরিয়াল সার্ভে করব।’ তিনি জানিয়ে দেন, ত্রাণ শিবির অন্তত আরও তিনদিন চলবে। 
এদিন সকালেও কাকদ্বীপ, নামখানা, সাগরে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে। কিন্তু বেলা যত বেড়েছে, দুর্যোগের মেঘ কমেছে। সকাল থেকে এই জায়গাগুলিতে গণপরিবহণ বলতে গেলে চলেইনি। দোকানপাট বন্ধ ছিল। বিকেলের পর থেকে জনজীবন স্বাভাবিক হতে থাকে। সরকারি তথ্য অনুযায়ী, শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই ১৩ হাজার গাছ উপড়েছে, আড়াই হাজার বাড়ি সম্পূর্ণ ভেঙেছে ও ২৫ হাজার বাড়ি আংশিক ভেঙেছে। প্রশাসন সূত্রে খবর, যাঁদের বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে, তাঁরা সরকারি নিয়ম অনুযায়ী ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন। 
ধীরে ধীরে সব স্বাভাবিক হলেও পূর্ব বর্ধমানের সিংহ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কলানবগ্রামে কলাগাছ কাটতে গিয়েছিল বাবা-ছেলে। কলাগাছের উপর দিয়ে গিয়েছিল হুকিংয়ের তার। সেই তার ছিঁড়েই মারা যান ফড়ে সিংহ (৬৪) ও তরুণ সিংহ (৩০)। বীরভূমের পাইকরের জাজিগ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে প্রসেনজিত্ লাহা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বাগডাঙায় রান্নাঘরের উপর গাছ ভেঙে মৃত্যু হয়েছে রেণুকা মণ্ডলের। পানিহাটির সুখচর এলাকার রাজা রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোপাল বর্মন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সুভাষনগর এলাকায়। মহেশতলার ৩৩ নম্বর ওয়ার্ডে নুঙ্গি মেটেপাড়ায় বাড়ির সামনে জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু হয় তাপসী দাসের (৫৩)। এদিন রাতে হাওড়ার লিলুয়ায় বাড়ি ঢোকার সময় কলিং বেল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। তাঁর নাম প্রসেনজিৎ গুহ।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা