রাজ্য

দুর্যোগে ৩ বিমানের আকাশে চক্কর, দিকবদল ১২ উড়ানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ২১ ঘণ্টা পর সোমবার সকাল ৯টা নাগাদ চালু হয় কলকাতা বিমানবন্দরে পরিষেবা। তবে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে এদিন ভোর থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের বিভিন্ন ধরনের সমস্যা ভোগ করতে হয়েছে। ১২টি বিমান কলকাতার আকাশে ঝড়বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিল। সেগুলি নির্দিষ্ট সময়ে কলকাতায় অবতরণ করতে পারেনি। অন্যত্র ঘুরিয়ে দিতে হয়। উল্লেখযোগ্য  ঘটনা এই যে, তিনটি বিমান আকাশে পাক খেয়েছে বেশ কিছুক্ষণ। খারাপ আবহাওয়ার কারণে সেগুলি কলকাতায় নামতে পারেনি। দুপুর ১টা থেকে ঘণ্টা খানেক বিমান পরিষেবায় বিঘ্ন ঘটে। তখন বৃষ্টি ও হাওয়ার দাপট ব্যাপক মাত্রায় ছিল। বিমান পরিষেবা স্বাভাবিক হয় দুপুর সওয়া ৩টে নাগাদ। তারপর থেকে সন্ধ্যা পর্যন্ত বড় কোনও দুর্যোগের মধ্যে পড়তে হয়নি বিমান অবতরণ ও রওনার ক্ষেত্রে। তবে যাত্রীদের ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়েছে বিমান ভাড়া অত্যধিক হওয়ার কারণে। একদিন বিমান পরিষেবা বন্ধ থাকায় এয়ারলাইন্সগুলি বিমানের ভাড়া অত্যধিক বাড়িয়ে দিয়েছে। কলকাতা থেকে বাগডোগরা বিমান ভাড়া প্রায় ১৫ হাজার টাকা। এছাড়া আবহাওয়া খারাপের কারণে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছতে দেরি হয়েছে। নির্দিষ্ট সময়ের বিমান ধরতে পারেননি অনেক যাত্রী। এছাড়া এক শহর থেকে অন্য শহরের সংযোগকারী বিমান ধরতে গিয়েও সমস্যায় পড়েন কেউ কেউ। তবে রেমাল প্রাকৃতিক দুর্যোগের কারণে কলকাতা বিমানবন্দরে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা