রাজ্য

ঘূর্ণিঝড় রেমাল: বিপর্যস্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ! ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো রবিবার রাতেই পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘রেমাল’। গতকাল, রবিবার সকাল থেকে বাংলার আকাশ মেঘলাই ছিল। বিশেষ করে সাগর, কুলতলি, কাকদ্বীপ, দীঘা, হাওড়ার বিস্তীর্ণ অংশে বৃষ্টির সঙ্গী ছিল ঝোড়ো হাওয়া। রাত সাড়ে এগারোটা নাগাদ ভারত-বাংলাদেশ সীমান্তের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের ‘আই’ প্রবেশ করে। কাকদ্বীপ, নামখানা, সাগরে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। রাতের দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট দেখা যায় কলকাতা ও শহরতলিতে। যার দাপটে শহর থেকে উপকূল বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে প্রচুর গাছ। উপড়ে গিয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। দুই ২৪ পরগনায় ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি। বিভিন্ন এলাকায় ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। রেমালের জেরে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে নিহতের সংখ্যা ৩। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রেমাল শক্তি হারিয়ে দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। ক্রমশ বাংলাদেশের ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে রেমাল। ঘূর্ণিঝড়টির দাপটে শহরে একাধিক গাছ পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন ও উড়ান পরিষেবা। আজ, সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক হলেও বেলায় দুর্যোগ বাড়তেই ফের ব্যাহত হয় উড়ান পরিষেবা। রেমালের জেরে প্রবল বৃষ্টি হয়েছে শহরে। পার্ক স্ট্রিট ও এসপ্লানেড স্টেশনের মাঝে লাইনে জল জমে থাকার জন্য দীর্ঘক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ থাকে গিরিশ পার্ক স্টেশন থেকে টালিগঞ্জ পর্যন্ত। প্রায় পাঁচ ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়। একাধিক জেলাতেও গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে সমস্যা দেখা দিয়েছে। শহরের একাধিক রাস্তায় জমে রয়েছে জল যার ফলে শ্লথ গতিতে চলছে ট্রাফিক। গোটা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপকূল এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, রেমালের জেরে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪টি ব্লক। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৯টি ওয়ার্ডও। ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা(মোট) ১৪,৯৪১টি। গাছ পড়েছে ২১৪০ টি। বিদ্যুতের খুঁটি পড়েছে ৩৬৭ টি। ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল ২০৭০৬০ জনকে। যার মধ্যে বর্তমানে ত্রাণ শিবিরে রয়েছেন ৭৭২৮৮ জন। মোট ১৪৩৮টি ত্রাণ শিবির চলছে। গ্রুয়েল কিচেন চলছে ৩৪১টি। এখনও পর্যন্ত ত্রিপল বিলি হয়েছে ১৭৭৩৯ টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ, সোমবার নদীয়া ও মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কমলা সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায়। ওই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা