রাজ্য

বিজেপি নেতার কাছে ৩৫ লক্ষ টাকা, ভোট কেনার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস

সংবাদদাতা, খড়্গপুর: বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধারের অভিযোগে সরব তৃণমূল। রবিবার রাতে এক্স হ্যান্ডেলে শাসকদলের তরফে বলা হয়, শমিত মণ্ডল নামে অগ্নিমিত্রার ঘনিষ্ঠ এক সহযোগীর থেকে এই বিপুল টাকা উদ্ধার করা হয়েছে। ভোট কেনার জন্য এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলেও দাবি করা হয়। যদিও ওই জেলায় বিজেপির সহ সভাপতি রমাপ্রসাদ গিরির দাবি, দলের কাছে ওই টাকার সঠিক কাগজপত্র রয়েছে।  
খড়্গপুরের সাহাচকের একটি হোটেল থেকে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায জেলাজুড়ে। তৃণমূল সূত্রে খবর, এদিন খড়্গপুরে প্রধানমন্ত্রীর সভা শেষে ওই হোটেলে জড়ো হন বিজেপির নেতারা। বিজেপির জেলা ও রাজ্যস্তরের পদাধিকারীরা ওই হোটেলেই ছিলেন। টাকা উদ্ধারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘাসফুল শিবিরের অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে ভোটের আগে গ্রামে গ্রামে টাকা বিলিয়ে ভোটে জিততে চায় বিজেপি। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘বিজেপির কাছে যে বিপুল পরিমাণ অবৈধ অর্থ সম্পদ রয়েছে, ভোটের আগে সেটা এ ভাবেই কাজে লাগায়। কিন্তু বাংলার মানুষ বিক্রি হবে না।’ পুরুলিয়ায় প্রধানমন্ত্রীর সভার পরেই বিজেপির এক মণ্ডল সভাপতির বাড়ি থেকে প্রায় ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। 
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা