রাজ্য

বাংলা নববর্ষের দিনে অকাল রথযাত্রা কাকদ্বীপে

সংবাদদাতা, কাকদ্বীপ: বাংলা নববর্ষে কাকদ্বীপে অকাল রথযাত্রাকে ঘিরে উন্মাদনায় ভাসলেন এলাকাবাসী। রবিবার বিকেল ৪টে নাগাদ কাকদ্বীপ গৌড়ীয় সেবাশ্রমের উদ্যোগে এই রথযাত্রার আয়োজন করা হয়। রথে ছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি। খোল ও কীর্তন সহযোগে ভক্তরা এদিন রথের দড়ি টেনে কাকদ্বীপের চৌরাস্তার মোড় থেকে বামুনের মোড় পর্যন্ত পরিক্রমা করেন। যাওয়ার পথে বাতাসা হরির লুট করা হয়। কাকদ্বীপের কয়েক হাজার বাসিন্দা এদিন এই অকাল রথযাত্রাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন। রথের দড়ি টেনে ও রাস্তা ঝাঁট দিয়ে রথযাত্রার উদ্বোধন করেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। এক ভক্ত অঞ্জনা দাস বলেন, ‘দশ বছর ধরে আমি এই রথযাত্রায় অংশগ্রহণ করি। আমরা মহাপ্রভুর রথযাত্রা উৎসবের মধ্যে দিয়েই বাংলা নববর্ষকে বরণ করি। সকালেই আশ্রমে চলে আসি। এই দিনটির জন্য আমরা ভক্তরা  সারা বছর অপেক্ষায় থাকি।’ কাকদ্বীপ গৌড়ীয় সেবাশ্রমের ট্রাস্টি বোর্ডের সভাপতি ব্রজবিনোদ মহারাজ বলেন, ‘শ্রীচৈতন্য মহাপ্রভুর রথযাত্রার দিন হিসেবে পয়লা বৈশাখকে বেছে নেওয়া হয়েছে। গত ৪০ বছর ধরে এই দিনে রথযাত্রা হয়। আশ্রমের প্রতিষ্ঠাতা মঙ্গল মহারাজ এই রথযাত্রার প্রচলন করেছিলেন। কাকদ্বীপের কয়েক হাজার মানুষ এতে অংশ নেন। এদিন আশ্রমে কয়েক হাজার ভক্ত মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যার পর আশ্রমে সংকীর্তনেরও আয়োজন করা হয়।’
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা