রাজ্য

ভয় পেলে দিল্লি চলে যান, আধিকারিকদের তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: ভোট ঘোষণা হতেই পুলিস প্রশাসন চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে। আর এই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করার অভিযোগ তুলেছে তৃণমূল শিবির। এমন অবস্থায় একাংশের পুলিস ও প্রশাসনের কিছু আধিকারিকের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় পেয়ে কাজ করলে, এই সমস্ত আধিকারিকদের নির্বাচন চলাকালীনই দিল্লিতে ট্রান্সফার নিয়ে নেওয়ার নিদান দিয়েছেন মমতা। শুক্রবার দিনহাটার নির্বাচনী প্রচার থেকে তিনি বলেন, একটা নেতা গাড়ি ভর্তি গুন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর প্রশাসন চোখ বুজে বসে আছে। কিসের ভয়? নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেবে? এখন ভয় পেলে, দু’মাস পরে কি করবেন? তার থেকে ভালো এখনই দিল্লি চলে যান। এদিন দফায় দফায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। সীমান্তবর্তী এলাকায় বিএসফের বিরুদ্ধে মানুষের উপর অত্যাচারের কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘বিএসএফ’র সঙ্গে হাত মিলিয়ে গুন্ডাদের বাইক যদি ঢুকতে দেওয়া হয়েছে, তাহলে মনে রাখবেন ওই বাইকে চড়িয়েই মানুষ আপনাদের যা বোঝানোর বোঝাবেন।’আগামী ১৭ এপ্রিল, অর্থাৎ নির্বাচনের ঠিক দু’দিন আগে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিজেপির দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা আছে বলেও সতর্ক করেছেন মমতা। তারই সঙ্গে মা বোনেদেরও তৈরি থাকার কথা বলেছেন। মমতা বলেন, ‘ওরা যদি আমাদের এক জনকে গ্রেপ্তার করে, মনে রাখবেন আমাদের এক লক্ষ কর্মী তৈরি থাকবে। প্রয়োজনে মা বোনেরা একদিন রান্না বন্ধ রেখে বুথ সামলাবেন।’
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা