রাজ্য

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কমবে আজ থেকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে, বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। অনুকূল পরিস্থিতির জন্য রবিবার গভীর রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। সোমবার দুপুরের পরও পুরুলিয়া থেকে শুরু হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। বাঁকুড়া, দুই বর্ধমান, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম প্রভৃতি জেলায় সন্ধ্যা পর্যন্ত বজ্রমেঘ তৈরি হয়। আবহাওয়াবিদরা জানান, ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রমেঘ দক্ষিণবঙ্গে ঢোকে। সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদে সবচেয়ে বেশি বৃষ্টিপাত (৬৮.৫ মিলিমিটার) রেকর্ড হয়েছে। আসানসোল, পুরুলিয়া, বোলপুর, পানাগড় প্রভৃতি জায়গায় বৃষ্টি হয়েছে ১৫ থেকে ২৭ মিলিমিটার পর্যন্ত। সোমবার দুপুরের পর এসব জায়গায় ফের বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশের পাশাপাশি উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত ছিল। তার ফলেই দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টি পেয়েছে। তবে আপাতত কয়েকদিন বজ্রমেঘ সৃষ্টির অনূকুল পরিস্থিতি থাকছে না। জানিয়েছেন আবহাওয়াবিদরা। যদিও এদিন সন্ধ্যায় কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এদিকে ফের একটি ঝঞ্ঝা আসার কারণে আগামী কয়েকদিন কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঝঞ্ঝাটি পূর্বদিকে সরে আসার কারণে অরুণাচল প্রদেশে তুষারপাত এবং উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি হতে পারে।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা