রাজ্য

ব্রিগেডের জন্য চাওয়া স্পেশাল ট্রেন অমিল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লি অভিযানের পর ব্রিগেড কর্মসূচি। তৃণমূল ফের ট্রেন বাতিল করে দেওয়ার অভিযোগ তুলল কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে। তবে এবার জোড়াফুল শিবির স্পষ্ট করেই জানাল, দিল্লি যাওয়া যেমন আটকাতে পারেনি, তেমনই এবারও বাংলার মানুষের ব্রিগেড আসাও রুখতে পারবে না বিজেপি। ব্রিগেডে জনগর্জনই জবাব দেবে ওদের।
১০ মার্চ ব্রিগেডে সভা ডেকেছে তৃণমূল কংগ্রেস। সেখানে মঞ্চ বাঁধার কাজ চলছে জোর কদমে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা কীভাবে আসবেন, কোথায় থাকবেন, সব বিষয়ে দফায় দফায় আলাপ-আলোচনা চলছে। এই প্রেক্ষাপটেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কর্মীদের ব্রিগেডে আসার জন্য দু’টি স্পেশাল ট্রেনের আবেদন আইআরসিটিসি’র কাছে করেছিল তৃণমূল। ২৯ ফেব্রুয়ারি আইআরসিটিসি’র কাছে চিঠি পাঠান তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী। তাতে বলা হয়, আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ এবং নিউ কোচবিহার থেকে শিলায়দহ দুটি স্পেশাল ট্রেন দেওয়া হোক। তাতে প্রতি ট্রেনে ২০টি স্লিপার কোচ থাকবে। ট্রেন দু’টি ৮ মার্চ রওনা দেবে। ৯ তারিখ পৌঁছবে শিয়ালদহে। আবার ১০ তারিখ শিয়ালদহ থেকে রওনা হয়ে যাবে। তৃণমূলের দাবি, স্পেশাল ট্রেনের জন্য আইআরসিটি চেয়েছিল ২৯ লক্ষ ও ২৭ লক্ষ টাকা। এর জন্য ডিপোজিট বাবদ চেয়েছিল ১১ লক্ষ করে মোটি ২২ লক্ষ টাকা। তৃণমূলের তরফে ডিপোজিটের টাকা দিয়েও দেওয়া হয়। কিন্তু সোমবার আইআরসিটিসি চিঠি লিখে জানিয়ে দেয়, তারা স্পেশাল ট্রেন দিতে পারছে না!  এরপরই ট্রেন বাতিলের সিদ্ধান্তকে সামনে এনে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা বলেন, কেন্দ্রের শাসক দল বিজেপি জমিদারি চালাচ্ছে। মানুষ যাতে ব্রিগেডে আসতে না পারেন, তার জন্য স্পেশাল ট্রেন বাতিল করে দেওয়া হল। আসলে তৃণমূলের আন্দোলনকে ভয় পেয়েছে বিজেপি। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কর্মীরা ব্রিগেডে আসবেন। তার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হচ্ছে। সেদিন জনগর্জন বিজেপি টের পেয়ে যাবে।এর আগে গতবছর কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লি অভিযানের কর্মসূচি নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবারও  স্পেশাল ট্রেন বাতিল করে দেওয়া হয়।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা