রাজ্য

আর্জি খারিজ, আজ মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতেই পারবেন না ১২ হাজার প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার অনুষ্ঠিত হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষা। তার আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনপত্র বাতিল হওয়া ১২ হাজার পদপ্রার্থী। কিন্তু শনিবার মামলার শুনানির পর বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চেও সুরাহা পাননি তাঁরা। শেষ মূহূর্তে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে বেঞ্চ। 
এদিন তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ ডিভিশন বেঞ্চে মাদ্রাসা বোর্ডের তরফে দাবি করা হয়, বিজ্ঞপ্তিতে স্নাতক স্তরে পাস এবং অনার্সে প্রাপ্ত নম্বর উল্লেখ করতে বলা হয়েছিল। যাঁরা আবেদনপত্রে শুধুমাত্র অনার্সের নম্বর দিয়েছেন, কিন্তু পাসের সাবজেক্টের প্রাপ্ত নম্বর উল্লেখ করেননি, তাঁদের আবেদন বাতিল করা হয়েছে। মামলাকারীদের আইনজীবীর পাল্টা বক্তব্য, স্নাতকে অনার্সের নম্বরই গ্রহণযোগ্য। তাছাড়া বোর্ডের বিজ্ঞপ্তিতে কোথাও নির্দিষ্টভাবে বিষয়টি উল্লেখ করা ছিল না। তাই তাঁদের আলাদা করে অন্যদিন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক। দু’পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ ওই আবেদন খারিজ করে দিয়েছে। এর আগে বিচারপতি অনিরুদ্ধ রায়ের সিঙ্গল বেঞ্চও মামলাকারীদের আবেদন খারিজ করে দিয়েছিল। এরপর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন তাঁরা।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা