রাজ্য

থমকে পানীয় জল, নিকাশির কাজ, টায়েড ফান্ডের ১০০০ কোটি টাকা ছাড়তে ঢিলেমি কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ২০২৩-২৪ সালে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টায়েড ফান্ডের টাকা দিতে ঢিলেমি করছে কেন্দ্র। এমনই অভিযোগ উঠেছে। অন্যান্য বছরে জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে এই টাকা রাজ্যকে পাঠিয়ে দেওয়ার নজির রয়েছে। কিন্তু এবার মার্চ মাস শুরু হয়ে গেলেও এই খাতের টাকা আসেনি।  টায়েড ফান্ডে মোট এক হাজার কোটি টাকা পাওয়ার কথা রাজ্যের। যদিও আনটায়েড ফান্ডের ৬০০ কোটি টাকা ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরকে পাঠানো হয়েছে। সেই টাকা জেলায় জেলায় বণ্টনও করা হয়ে গিয়েছে। কী কারণে টায়েড ফান্ডের টাকা এখনও রাজ্যকে পাঠানো হল না, তা নিয়েই প্রশ্ন উঠছে রাজ্য প্রশাসনের অন্দরে।
এদিকে, এই খাতের টাকা না ঢোকায় পঞ্চায়েত ও ব্লকস্তরে টেন্ডার হয়ে গেলেও বহু কাজ শুরু করা যায়নি। টাকা না আসায় ওয়ার্ক অর্ডার ইস্যু করা যাচ্ছে না। এই বরাদ্দে পানীয় জল এবং স্যানিটেশন সংক্রান্ত কাজ করতে হবে পঞ্চায়েতগুলিকে। বেশিরভাগ জায়গায় নতুন করে পানীয় জলের টিউবওয়েল, নিকাশি পরিকাঠামো ইত্যাদি তৈরি করা হবে। গরম শুরু হতে না হতেই বহু জায়গায় পানীয় জলের সঙ্কট দেখা যাচ্ছে। গ্রামে গ্রামে অকেজো হয়ে পড়ছে অগভীর নলকূপগুলি। নতুন করে সেগুলি বসানোর পরিকল্পনা নিয়েছে একাধিক পঞ্চায়েত। কিন্তু এখনও টাকা না আসায় গরমে বহু মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। 
রাজ্যের হিসেব অনুযায়ী, এই খাতে আগে পাওয়া টাকার ৭০  শতাংশের বেশি খরচ করে ফেলেছে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত। তারপরও কেন টাকা ছাড়তে গড়িমসি করছে কেন্দ্র, প্রশ্ন তুলেছেন দপ্তরের কর্তারা। কেন্দ্রের সঙ্গে এনিয়ে বারবার যোগাযোগ করছেন তাঁরা। কিন্তু এখনও ইতিবাচক কোনও সাড়া পাওয়া যায়নি বলেই খবর। 
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা