রাজ্য

কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে দিল্লিতে তলব ইডি, সময় চাইল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলীয় তহবিলের হিসেব চেয়ে তৃণমূলের কোষাধ্যক্ষ তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে দিল্লি তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৪তে তৃণমূলের নির্বাচনী খরচের উৎস জানতে তাঁকে শুক্রবার ডাকা হয়েছে বলে এজেন্সি সূত্রে খবর। এই বিষয়ে অরূপবাবুর বক্তব্য, আমি এখন দলের কোষাধ্যক্ষ। যে সময়ের  (২০১৪) তথ্য চাওয়া হয়েছে, তখন কোষাধ্যক্ষ ছিলেন প্রয়াত তমোনাশ  ঘোষ। ইডি’র তলবের বিষয়টি স্বীকার করে তিনি জানিয়েছেন, নথি জমা দেওয়ার জন্য সময় চেয়ে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, তৃণমূলের পাঠানো চিঠি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যালকেমিস্ট মামলায় তদন্ত শুরু করার পর ইডি জিজ্ঞাসাবাদ করে সংস্থার ডিরেক্টর কেডি সিংকে। তাঁর কাছে কোম্পানির ব্যবসা লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করা হয়। কয়েকদিন আগে এই মামলায় বিজেপি বিধায়ক মুকুল রায়কে জেরা করা হয় তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে। পাশাপাশি এই কোম্পানির এক হিসাবরক্ষক ও কোষাধ্যক্ষের বয়ানও রেকর্ড করা হয়। তাঁরা ইডিকে জানিয়ে যান, ২০১৪ নির্বাচনে তাঁদের সংস্থা থেকে টাকা গিয়েছিল তৃণমূলে। ওই বয়ানের ভিত্তিতে তৃণমূলের ভোট খরচের হিসেব ও টাকার উৎস জানাটা জরুরি হয়ে ওঠে তদন্তকারীদের কাছে। সেই সূত্রেই তৃণমূল কোষাধ্যক্ষের নামে চিঠি পাঠানো হয় কয়েকদিন আগে। প্রসঙ্গত, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন মিঠুন চক্রবর্তী।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা