রাজ্য

কলকাতা পুলিস কনস্টেবল নিয়োগ, বয়সের ঊর্ধ্বসীমা বেড়ে ৩০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হল। এর ফলে এ রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী উপকৃত হবেন। লোকসভা ভোটের মুখে ২৭ ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল পুলিস রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিসে মোট ৩,৭৩৪টি কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেনারেল চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ হলেও এসসি/এসটি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর বাড়তি ছাড় মিলবে। ওবিসি এবং তৃতীয় লিঙ্গের চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে এই ছাড় তিন বছর। পাশাপাশি কর্মরত সিভিক ভলান্টিয়ারদের এই ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে পাঁচ বছর। কিন্তু কর্মরত হোমগার্ডদের জন্য কোনও ছাড়ের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
এবার কলকাতা পুলিসে ৩,৪৬৪ জন পুরুষ এবং ২৭০ মহিলা কনস্টেবল নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবারের নিয়োগে কলকাতা পুলিসে কর্মরত সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডের জন্য কোটা থাকছে। তবে তিন বছর চাকরি হলে তবেই কর্মরত সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডরা আবেদন করতে পারবেন। উল্লেখ্য, ১১ বছরের বেশি সময় ধরে কলকাতা পুলিসে কনস্টেবল নিয়োগ বন্ধ ছিল। ফলে কলকাতার থানা, ফাঁড়ি, ট্রাফিক গার্ডগুলিতে সিভিক ভলান্টিয়ার দিয়ে কাজ চালাতে হচ্ছে। লোকসভা ভোটের মুখে এই নিয়োগ বিজ্ঞপ্তি একদিকে লালবাজারের কর্তাদের কাছে স্বস্তির খবর। কেননা, দীর্ঘদিন কনস্টেবল নিয়োগ বন্ধ থাকায় কলকাতা আর্মড পুলিসের ব্যাটালিয়নগুলিতে কনস্টেবলদের গড় বয়স বেড়ে গিয়েছে। পাশাপাশি এর ফলে কলকাতা সহ রাজ্যের প্রত্যন্ত জেলার লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী উপকৃত হবেন।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা