রাজ্য

উত্তরপ্রদেশে ১টি আসনে লড়বে তৃণমূল, ১০ মার্চ মমতার ব্রিগেড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ৪২টি লোকসভা আসনে একাই লড়বে তৃণমূল। এছাড়া অসমের দু’টি এবং মেঘালয়ের একটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এমনকী, উত্তরপ্রদেশের চান্দৌলি লোকসভা আসনে প্রার্থী দিতে চলেছে তারা। তৃণমূল সূত্রে খবর, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি চান্দৌলি আসনে তৃণমূল প্রার্থীকে সমর্থন জানাবে। 
কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হটাতে ১০ মার্চ ‘ব্রিগেড চলো’ কর্মসূচি নিয়েছে তৃণমূল। এর নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টারে তৃণমূল লিখেছে, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানাতে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো কর্মসূচি নেওয়া হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘১০ মার্চ ব্রিগেডের ময়দানে জনগর্জনের ট্রেলার হবে। বাকি সিনেমা ভোটের বাক্সে। বিজেপিকে যোগ্য জবাব দেবে বাংলার মানুষ।’ ২০১১ সালে বাংলায় ক্ষমতায় আসার পর ব্রিগেড ময়দানে ২১ জুলাইয়ের সভা করেছিল তৃণমূল। আর ২০১৯ সালে লোকসভা ভোটের আগে ব্রিগেডে তৃণমূল করেছিল ‘ইউনাইটেড ইন্ডিয়া’ সভা। তারপর ফের এ বছর ব্রিগেডে সভা করতে চলেছে তারা। ঘটনাচক্রে মার্চ মাসের শুরুতেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। ফলে ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। অভিষেক বলেছেন, ‘আমরা কোনও রাজনৈতিক দলকে আলাদাভাবে আমন্ত্রণ জানাচ্ছি না। কিন্তু যে কেউ বাংলার স্বার্থে লড়াইয়ে ব্রিগেডে আসতেই পারেন।’ ব্রিগেড কর্মসূচির জন্য রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রচারও শুরু করে দিয়েছে তৃণমূ‌ল। ১০ মার্চ রয়েছে বড়ম্যাচ। ইস্টবেঙ্গল-মোহনবাগানের খেলা ও তৃণমূলের কর্মসূচির কারণে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজার তোড়জোড় শুরু করেছে প্রশাসন। 
5Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা