রাজ্য

‘হাসি মুখে গিয়েছি, ফিরেছি হাসি মুখেই’, ইডির ৮ ঘণ্টা জেরার শেষে বললেন দেব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার দীর্ঘ আট ঘণ্টা ইডি’র জেরার মুখে পড়তে হল তৃণমূল এমপি দীপক অধিকারী (দেব)কে। অভিযোগ, গোরু পাচার কাণ্ডের ‘কিংপিং’ এনামুল হকের এক আত্মীয়র সঙ্গে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন দেব। বছর আটেক আগে স্টেজ শো করার জন্য টাকা নিয়েছিলেন তিনি। তবে চেকে। পরে গোরু পাচার মামলায় বিতর্ক বাড়ায় তা তিনি ফেরতও দিয়ে দেন বলে ইডির কাছে দেবের দাবি। সেটিও চেকে। এবং পুরোটাই ব্যাঙ্কের খাতায় রয়েছে। শুধু তাই নয়। এনামুল হককে তিনি চেনেনই না। কোনওদিন কথা পর্যন্ত বলেননি বলেও তদন্তকারী সংস্থাকে ফের জানিয়েছেন তৃণমূলের ঘাটালের সাংসদ। 
সূত্রে খবর, আপাতত দেবকে আর ডাকা হবে না। বুধবার সকাল ১১ টা থেকে সন্ধে সাতটা-প্রায় আট ঘণ্টা পর নয়াদিল্লির  ইডির সদর দপ্তর ‘প্রবর্তন ভবন’ থেকে দেব বের হন হাসি মুখে। চেহারাতেও কোনও ক্লান্তির ছাপ ছিল না। স্রেফ তাড়া ছিল বিমান ধরার। ইডি অফিস থেকে বেরিয়ে দেব বলেন, ‘আমি হাসি মুখেই ভিতরে গিয়েছিলাম। হাসি মুখেই বেরলাম। কারণ আমার লুকোনোর কিছু নেই। কোনও অন্যায় করিনি। তাই ভয়েরও কিছু নেই। তাই ইডির অফিসারদের বলে দিয়েছি, তদন্তে সহযোগিতার স্বার্থে যতবার ডাকবেন ততবার আসব।’ এর আগে একবার ইডির দিল্লি অফিসে হাজিরা দিয়েছেন দেব। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে তাঁকে হেনস্থা করতেই দিল্লিতে এজেন্সিকে দিয়ে ডেকে পাঠিয়েছে মোদি সরকার। তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি ফের নির্বাচনে লড়বেন না বললে হয়ত, এই ডাক আসত না!  ফাইল ছবি
5Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা