রাজ্য

মদ্যপায়ী ও মানসিক অসুস্থ পুলিসদের পাঠানো হবে না আইন-শৃঙ্খলা রক্ষায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  নিয়মিত ‘মদ্যপায়ী’ এবং ‘মানসিকভাবে  অসুস্থ’ পুলিসকর্মীদের চিহ্নিত করার অভিনব সিদ্ধান্ত নিল লালবাজার। আগামী দিনে চিহ্নিত এসব পুলিসকর্মীরা আর যাবেন না আইন-শৃঙ্খলা রক্ষার কাজে, পাঠানো যাবে না ভিভিআইপি ডিউটিতেও। সূত্রের খবর, চিহ্নিত এহেন পুলিসকর্মীদের এবার থেকে শুধুমাত্র অফিস ডিউটি বরাদ্দ করা হবে। শুক্রবার কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) পাণ্ডে সন্তোষ এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিসের সমস্ত ইউনিটকে সারতে হবে ‘চিহ্নিতকরণ’এর কাজ, নির্দেশিকায় এমনটাও বলা হয়েছে। 
স্বাভাবিকভাবেই লালবাজারের এই নির্দেশিকা ঘিরে বাহিনীর অফিসার মহল থেকে শুরু করে নিচুতলায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে।  কলকাতা পুলিসের  এক সূত্র জানাচ্ছে, এক শীর্ষকর্তার নির্দেশে এই নির্দেশিকা জারি করেছেন যুগ্ম কমিশনার (সদর) পাণ্ডে সন্তোষ।  শুক্রবার বিকেলেই এই লিখিত নির্দেশিকা কলকাতা পুলিসের সমস্ত ইউনিটে পৌঁছতে শুরু করে। তারপর থেকেই ক্ষোভের আঁচ বাহিনীর অন্দরে। ক্ষুব্ধ কলকাতা পুলিসের নিচুতলার একাংশের প্রশ্ন, ‘১৫০ বছরের প্রচীন কলকাতা পুলিসের ইতিহাসে অতীতে কোনও পুলিস কমিশনারের আমলে, এমন অপমানজনক নির্দেশিকা জারি করা হয়নি। এক- আধজন পুলিসকর্মীর জন্য একটা বড় শৃঙ্খলা পরায়াণ বাহিনীর সবাইকে কাঠগড়ায় তোলাটা, সন্দেহ করাটা কতটা যুক্তি যুক্ত?’। তাঁদের মতে, এই নির্দেশিকা আম-জনতার সামনে পুলিস বাহিনীকে আরও হেয় প্রতিপন্ন করবে। ফলে কলকাতা পুলিসের সামাজিক সম্মান নষ্ট হবে। মানসিকভাবে বিপর্যস্ত হবেন উর্দিধারীরা। প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন এমন নির্দেশিকা জারি করতে গেল লালবাজার? যদিও এনিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি কলকাতা পুলিসের শীর্ষকর্তারা। এমনিতেই সাম্প্রতিক কালে কয়েকটি ঘটনায়  কলকাতা পুলিসের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্য সরকার। এমনকী সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে ভর্ৎসিত হয়েছেন বাহিনীর এক শীর্ষকর্তাও।  
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা