রাজ্য

এফআইআর দায়ের না করার অভিযোগ আদালতে ফের প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের আদালতে প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা। দিনকয়েক আগে হুগলির আরামবাগে খুনের অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিসি তদন্তে ক্ষোভ প্রকাশ করে রাজ্য পুলিসের ডিজি ও জেলার পুলিস সুপারকে সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবার ফের খুনের অভিযোগে এফআইআর দায়ের না করায় পুলিসের ভূমিকার তীব্র নিন্দা করেছেন বিচারপতি সেনগুপ্ত। পাশাপাশি সংশ্লিষ্ট পুলিস আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন বলেও মত প্রকাশ করেছেন তিনি।
২০২১ সালে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ২০ আগস্ট পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্রর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল ওঠে। অভিযোগ, একাধিকবার নিহতের পরিবারকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিস পাল্টা নিহতের পরিবারকেই চাপ দেয় বলে অভিযোগ। মামলা সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্যদের একটি সাদা কাগজে সই করে দিতে চাপ দেওয়া হয়। সেখানে লেখা ছিল, দুর্ঘটনায় শ্রীকান্ত পাত্রর মৃত্যু হয়েছে। এমনকী, থানা খুনের অভিযোগ নিতে অস্বীকার করে বলেও অভিযোগ। পরিবারের দাবি, ২০২১ সালের ২৬ আগস্ট এসডিপিও, এসপি ও ভোট পরবর্তী হিংসার তদন্তে নিযুক্ত সিবিআই দলের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। অথচ কোনও পদক্ষেপই করা হয়নি। এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি বলে নিহতের পরিবারের দাবি। যদিও রাজ্যের তরফে দাবি করা হয়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করেছেন এসডিপিও। অভিযোগ শুনে বিস্মিত বিচারপতি বলেন, ‘খুনের অভিযোগে এফআইআর রুজু করা হল না কেন? এমন পুলিস অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন।’
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা