রাজ্য

বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়নি: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির যে খবর ছড়ানো হচ্ছে, তা একেবারেই ঠিক নয়। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তা সত্ত্বেও চাষিদের স্বার্থে বাংলা শস্যবিমায় নাম নথিভুক্তকরণের সময়সীমা বাড়ানো হতে পারে বলে তিনি জানিয়েছেন। বর্তমানে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমা ধার্য রয়েছে। ছোট জমির মালিক বা যাঁরা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন না, তাঁদের জন্য ৩১ ডিসেম্বরের পরেও কিছুদিন নাম তোলার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। 
শীতের মুখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির জেরে আলু, ধান সহ নানা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কথা মাথায় রেখে শুক্রবার নবান্নে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা উত্তরবঙ্গ থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন। মন্ত্রীর দাবি, সেই বৈঠকে বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং মুর্শিদাবাদের মতো জেলার আধিকারিকরা ফসলের জন্য এই বৃষ্টির প্রয়োজন ছিল বলেই জানিয়েছেন। তবে যে সমস্ত নিচু এলাকায় আলু চাষ হয়েছিল এবং যেখানে গত ১০ দিনের মধ্যে বীজ বসানো হয়েছিল, সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধান চাষে উল্লেখজনক কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন শোভনদেববাবু। তবে এই অবস্থায় মাঠে পড়ে থাকা কাটা ধান থেকে উন্নত মানের চাল নাও পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা