রাজ্য

হিন্দি বলয়ে জিতে বঙ্গে হারানো অক্সিজেন খুঁজছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষমতা দখলের লক্ষ্যে বাংলায় বিধানসভা নির্বাচনে ২০০ আসন জেতার টার্গেট দিয়েছিলেন মোদি-শাহরা। কিন্তু বিজেপির বিজয় রথ থেমেছিল মাত্র ৭৭-এ। প্রধান বিরোধী দলের বিধায়ক সংখ্যা এখন নেমে এসেছে ৬৭-তে। অন্যদিকে, সদ্যসমাপ্ত হিমাচল প্রদেশ ও কর্ণাটক বিধানসভায় মুখ থবড়ে পড়েছিল গেরুয়া পার্টি। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের রাজ্যে পার্টির ভরাডুবিতে হতাশ হয়ে পড়েন কর্মী-সমর্থকরা। লোকসভা ভোটের প্রাক-মুহূর্তে তারই প্রত্যক্ষ প্রভাব ধরা পড়ছিল বঙ্গ বিজেপিতে। বাংলায় দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব আর গোপন সংবাদ নয়। অন্যদিকে, জেলায় জেলায় আদি-নব্যের সংঘাত প্রতিদিনই বেআব্রু হয়ে পড়েছিল। এই আবহে রবিবার তিন রাজ্যের ভোটে বিজেপির ‘আশাতীত’ ফলাফল থেকেই আক্সিজেন খুঁজছে বঙ্গ বিজেপি। এরাজ্যে বিধানসভা ভোট-পরবর্তী একাধিক উপনির্বাচন এবং পুরসভা ও পঞ্চায়েতে জনমত গ্রহণেও চরম ব্যর্থ দল। হারের জ্বালা ভুলতে ভিন রাজ্যে এদিনের সাফল্যকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছে বাংলার পদ্ম শিবির।
এই প্রসঙ্গে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় জয় লোকসভা ভোটের আগে বাংলায় বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ বাড়াবে। তৃণমূলের প্রতিহিংসামূলক রাজনীতি ও আমাদের সংগঠনিক কিছু ত্রুটির কারণে এরাজ্যে পার্টির অভ্যন্তরে খানিক হতাশা ধরা পড়ছিল। কিন্তু এদিনের সাফল্যে কার্যত নিশ্চিত হল বাংলা থেকে ৩৫টি লোকসভার আসন জয়। মনে করেন মেদিনীপুরের বিজেপি এমপি। দিলীপবাবুর দাবি, ফল বেরতেই তৃণমূলের বহু হেভিওয়েট নেতা-মন্ত্রীরা বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এর পাল্টা তোপ দাগতে অবশ্য কসুর করেনি জোড়াফুল শিবিরের অন্যতম শীর্ষ নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের অর্থমন্ত্রীর কথায়, এই তো সবে ফল বেরল। জয়ীরা এখনও সার্টিফিকেট হাতে পাননি। তার মধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু হয়ে গেল! দিলীপবাবুর বক্তব্যকে ‘অবান্তর’ আখ্যা দিয়েছেন তিনি। তাঁর বরং পরামর্শ, সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতার সঙ্গে তাঁর দ্বন্দ্ব নিয়ে বিজেপির বেশি ভাবা উচিত। চন্দ্রিমার দাবি, হিন্দি বলয়ের তিন রাজ্যে জয়ের প্রভাব পড়বে না বাংলায়। লোকসভায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখবেন। 
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা