রাজ্য

দৈনিক লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ জেলাগুলি, এমাসেই পঞ্চদশ অর্থ কমিশনের পড়ে থাকা টাকা খরচের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চদশ অর্থ কমিশনের এখনও কয়েক হাজার কোটি টাকা পড়ে রয়েছে। সেই টাকা খরচ করতে জেলাগুলিকে দৈনিক খরচের যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল পঞ্চায়েত দপ্তর, তাতেও ব্যর্থ সবাই। এদিকে চলতি মাসের শেষে আরেক কিস্তি টাকা ঢোকার কথা রয়েছে। এই পরিস্থিতিতে আগের যে অবশিষ্ট টাকা পড়ে রয়েছে, তা এই মাসের মধ্যেই খরচ করে ফেলতে হবে। এমনই নির্দেশ দিয়ে দপ্তর জানিয়েছে দৈনিক লক্ষ্যমাত্রা পালন করার ব্যাপারে আরও সতর্ক হতে হবে জেলাগুলিকে। গত বুধবার এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছিল দপ্তরের। সেখানেই অর্থ কমিশনের টাকা খরচ নিয়ে জেলাগুলিকে এমন বার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সব জেলা মিলিয়ে প্রতিদিন ৪০ কোটির বেশি খরচ করার টার্গেট বেঁধে দিয়েছিল পঞ্চায়েত দপ্তর। কিন্তু তার ধারে কাছে পৌঁছতে পারেনি কোনও জেলাই। গত সাত দিনে খরচ করার গড় হিসেব হল ১৩ কোটির মতো। এর মধ্যে বহু জেলা রয়েছে, যাদের দৈনিক খরচ এক কোটিও ছাড়ায়নি। এই কাজে সব থেকে পিছিয়ে দক্ষিণ ২৪ পরগনা। পিছনের সারিতে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার মতো জেলা রয়েছে। এই জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। তবে সার্বিকভাবে বিষয়টি হালকাভাবে নিতে নারাজ দপ্তরের কর্তারা। তাই বৈঠকে সে ব্যাপারে স্পষ্ট করে বলা হয়েছে, দৈনিক টার্গেট পূরণ করতেই হবে। 
এদিকে, সব জেলা মিলিয়ে এখনও চলতি আর্থিক বছরে তিন হাজার কোটির বেশি টাকা খরচ হওয়া বাকি। মাঝে পুজোর ছুটি গিয়েছে। তখন কাজকর্ম সেভাবে হয়নি। তাই টাকা খরচ করার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও অনেক জেলাই বেশ পিছিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, এই মাসে আরও একটি কিস্তির টাকা ঢুকবে। সেটা দিয়ে কী কী কাজ করা হবে, তার আগাম টেন্ডার প্রক্রিয়া এগিয়ে রাখতে বলা হয়েছে। টাকা ঢোকার সঙ্গে সঙ্গে যাতে কাজের বরাত দিয়ে দেওয়া যায়, তার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন এক আধিকারিক। 
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা