রাজ্য

‘কর্মসাথী’ প্রকল্প: বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম তোলার নির্দেশ

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে তৎপর রাজ্য সরকার। তাই সব পরিযায়ী শ্রমিকের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করার জন্য সাম্প্রতিক ‘দুয়ারে সরকার’ শিবিরে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু অনেক পরিযায়ী শ্রমিক এখনও নাম নথিভুক্ত করেননি বলে মনে করছে নবান্ন। তাই এবার তাঁদের বাড়ি বাড়ি গিয়ে নাম তোলার কাজ হবে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, গোটা ডিসেম্বর মাস ধরে চলবে এই কর্মসূচি। পরিসংখ্যান বলছে, এখনও ছ’লক্ষের বেশি পরিযায়ী শ্রমিকের নাম তোলা বাকি। 
এই কাজের জন্য ব্লক স্তরে বিডিও এবং পুরসভা এলাকায় এগজিকিউটিভ অফিসাররা বিশেষ দায়িত্ব পালন করবেন। বাড়ি বাড়ি যাওয়ার জন্য পঞ্চায়েত স্তরের কর্মীদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিন জেলায় কত নাম তোলা হচ্ছে, তার রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে। জেলাশাসকদের পাঠানো মুখ্যসচিবের চিঠিতে বলা হয়েছে, ১০ই নভেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জেলায় জেলায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। তারপরও কিছু অংশের কাছে এখনও পৌঁছনো যায়নি। তাই বাড়ি বাড়ি গিয়ে নাম তোলার কাজ করতে হবে। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত ‘কর্মসাথী’ পোর্টালে ২১ লক্ষ ৬৬ হাজার পরিযায়ী শ্রমিকের নাম লিপিবদ্ধ করা হয়েছে। পর্যালোচনার পর আধিকারিকরা দেখেন, প্রায় ১৪ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম এখনও তোলা বাকি। সেই মতো নভেম্বরে প্রায় ১০ লক্ষ নাম তোলার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এই সময়কালে আট লক্ষ মতো নাম নথিভুক্ত হয়েছে। বাকি প্রায় ছ’লক্ষের শ্রমিকের নাম পোর্টালে তুলতেই ডিসেম্বরজুড়ে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে নবান্নের কর্তারা জানিয়েছেন। আধিকারিকদের মতে, সরকার এই শ্রমিকদের পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের আওতায় আনতে চাইছে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অনেকেই নানা সমস্যায় পড়ছেন। তাঁদের সামাজিক সুরক্ষা দিতেই এই উদ্যোগ সরকারের।
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা