রাজ্য

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এর ফলে যাবতীয় প্র্যাকটিক্যাল পরীক্ষাও আপাতত বন্ধ থাকছে। সবমিলিয়ে রাজ্যের শিক্ষক শিক্ষণে নজিরবিহীন অচলাবস্থার সৃষ্টি হল। পড়ুয়া ভর্তির অনুমোদন বাতিল হওয়া বেসরকারি বিএড কলেজের শিক্ষকদের একটি বড় অংশই কর্মহীন হতে চলেছেন। মূলত, তাঁদের বিক্ষোভ এড়া঩তেই বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কলেজগুলির সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ভীতি প্রদর্শন করছেন। তাই বিশ্ববিদ্যালয়ের কর্মীদের নিরাপত্তা এবং সম্পত্তিহানি রুখতেই এ পথে হাঁটতে হয়েছে।
এদিন প্রায় শ’তিনেক শিক্ষক এবং কলেজের কর্মকর্তা বালিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে যান। তবে, গেট বন্ধই ছিল। পুলিস মোতায়নও ছিল যথেষ্ট। শিক্ষকরা শেষ পর্যন্ত মাইক বেঁধে সভা শেষ করেন। রাজারহাটের একটি বেসরকারি বিএড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়ন্তনী সেনগুপ্ত বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনও কথা বলেনি। আমরা চাই, উপাচার্য কলেজগুলির সঙ্গে আলোচনায় বসে তাদের খামতি দূর করার চেষ্টা করুক। একতরফা ছাত্রভর্তির অনুমোদন বাতিল হলে সেটা ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পক্ষে চরম বিপদের।’ প্রসঙ্গত, এই সিদ্ধান্তের ফলে সাড়ে ৬০০ কলেজের প্রায় ৬০ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষা চরম অনিশ্চয়তার মুখে পড়ল।
বৃহস্পতিবার পর্যন্ত এমএডের চতুর্থ সেমেস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার কথা ছিল। ৪ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে মার্কস জমা 
পড়ার কথা। ৪ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিএডের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা। সেই মার্কস জমা দিতে হবে ১২ ডিসেম্বরের মধ্যে। সায়ন্তনীদেবী বলেন, ‘একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে আমার কাছে স্পষ্ট ধারণা নেই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে।’ 
এ বিষয়ে উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানার জন্য একাধিকবার তাঁকে ফোন করা হয়। তা বেজে গিয়েছে। তবে জানা গিয়েছে, কিছু বিএড কলেজের মালিকের আগ্রাসী বক্তৃতার ভিডিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গিয়েছে, তার জেরেই এই সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় বন্ধের কথা স্থানীয় থানা, লালবাজার, পুলিসের ডিজি, মুখ্যসচিব এবং উচ্চ শিক্ষাদপ্তরকে জানানো হয়েছে। রেজিস্ট্রার মৈত্রেয়ী ভট্টাচার্য বলেন, ‘বিজ্ঞপ্তিতেই সমস্ত কিছু বলা হয়েছে। নতুন করে কিছু বলার নেই। দৈনন্দিন কাজকর্ম বন্ধ থাকার কথা বলা হয়েছে। তার মধ্যে পরীক্ষাও পড়ে।’
ওয়াকিবহাল মহলের দাবি, বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে কলেজ ও শিক্ষকদের উপর পাল্টা চাপ প্রয়োগের পথে হাঁটল কর্তৃপক্ষ। কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শিক্ষকরা। তাই সেটা থামাতেই এ পথে হাঁটতে হল বিশ্ববিদ্যালয়কে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ বাকিবুল্লাহ মোল্লাও রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা নিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। সভাপতির দাবি, এই সমস্যার সমাধান না হলে ১০ হাজার শিক্ষক এবং পড়ুয়াদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়বে।
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা