রাজ্য

সাথী, মুরসালিমদের সম্মান জানাল কমিশন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব মেদিনীপুর জেলার হেড়িয়া গ্রামের মেয়ে সাথী ঘোড়াই। দারিদ্র্যের অজুহাতে মাত্র ১২ বছর বয়সেই তার বিয়ে দেয় পরিবার। শ্বশুরবাড়িতেও মেয়েটির উপর প্রতিনিয়ত নির্যাতন চালানো হতো। কিন্তু সাথী যে যোদ্ধা! তাই একদিন অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়ায় সে। অভিযোগ জানায় থানায়। দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে সাথী এখন নতুন জীবনে পা রেখেছে। প্রশাসনিক সহায়তায় এখন এক নিরাপদ শিশু আবাসই তার ঠিকানা। জীবনযুদ্ধে হার না মানা মানসিকতাকে কুর্নিশ জানিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক শিশু সুরক্ষা দিবস অনুষ্ঠানের মঞ্চে সাথীকে বীরাঙ্গনা সম্মানে ভূষিত করল শিশু সুরক্ষা কমিশন।
মালদহ জেলার ১৩ বছরের মুরসালিম আবার ট্রেন দুর্ঘটনা রুখে হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছিল। প্রবল বৃষ্টিতে রেললাইনের মাটিতে ধস নেমেছিল। তা দেখতে পেয়ে গায়ের লাল জামা উড়িয়ে দ্রুত গতির এক্সপ্রেস ট্রেন রোখে মুরাসালিম। তাকেও এদিন বীরপুরষ পুরস্কারে সম্মানিত করল কমিশন। সাথী, মুরসালিমের মতো রাজশ্রী বণিক, ধ্রুব ব্যানার্জিরা, ভৌমিকা বিশ্বাসরাও কোনও না কোনও ভাবে সমাজের অগ্রগতিতে অবদান রেখেছে। এদিন এমন মোট ২৭ জন্য শিশুকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া শিশু বান্ধব পুলিস, শিশু আবাস এবং সাংবাদিকদেরও সম্মানিত করা হয়। বৃহস্পতিবার চারা গাছে জল দিয়ে আন্তর্জাতিক শিশু সুরক্ষা দিবস অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শশী পাঁজা। মঞ্চে উপস্থিত ছিলেন ডব্লুবিপিসিআরের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়, ইউনিসেফের অমিত মেহরোত্রা, অনন্যা চক্রবর্তী, প্রসূন ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানের থিম ‘বিয়ের এত তাড়া কেন?’
শশী পাঁজা বলেন, ‘১৮ বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়া কোনওভাবেই উচিত নয়। এই সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এরকম বিষয়ভাবনা।’
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা