রাজ্য

নেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কাঙ্খিত জবাব, শাহের ভাষণে হতাশ বঙ্গ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মাঠে-ময়দানে ঝড় তুলছে তৃণমূল। রাজ্যের প্রান্তিক মানুষের প্রতি এই বঞ্চনার সুবিচার পেতে দিল্লি অভিযানে সামিল হয়েছিল জোড়াফুল শিবির। এই ইস্যুকে সামনে রেখে সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে রাজনৈতিক ডিভিডেন্ড তুলেছে তৃণমূল, এমনটাই বক্তব্য বিজেপি নেতাদের। আসন্ন লোকসভা ভোটের আগে বিধানসভার অভ্যন্তরে বকেয়া ইস্যুতে আওয়াজ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভা চত্বরে বি আর আম্বেদকর মুর্তির সামনে কেন্দ্রীয় সরকারের লাগাতার বঞ্চনার প্রতিবাদে ধর্না অবস্থানে বিধায়কদের নেতৃত্ব দিয়েছিলেন মমতা। তারই প্রেক্ষিতে গেরুয়া বিধায়কদের আশা ছিল, ঠিক কী কী কারণে মোদি সরকার বাংলায় একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে তা স্পষ্ট করে জানাবেন অমিত শাহ। তবে বুধবার দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ‘জোলো’ ভাষণে রীতিমতো হতাশ পদ্ম বিধায়কদের একাংশ। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতায় নিজেরই ‘পুরনো রেকর্ড’ বাজিয়েছেন বলে মনে করেন গেরুয়া বিধায়কদের ওই অংশ। তাঁদের বক্তব্য, তৃণমূলের প্রচারের সৌজন্যে কেন্দ্রীয় সরকারের টাকা বন্ধ করে দেওয়ার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে জনমানসে। এই আবহে কেন্দ্রীয় সরকারের ‘নম্বর টু’ স্পষ্ট করে তার কার্যকারণ সহ গোটা বিষয়টি স্পষ্ট করে দিলে, নবান্নের খামতির দিকগুলি সহজেই উঠে আসত। আগামীতে জনগণের এ সংক্রান্ত প্রশ্নে জনপ্রতিনিধি হিসেবে জবাব দেওয়া সহজ হতো। কিন্তু গোটা বিষয়ে কাঙ্খিত উত্তর না পেয়ে স্বভাবতই হতাশ বিজেপি এমএলএ’রা। তাঁদের একাংশের দাবি, ২৯ জুলাইয়ের জন্য বিপুল আয়োজন, আইনি লড়াই, কোটি কোটি টাকা খরচ হয়েছে। যার মূল উদ্দেশ্যে ছিল লোকসভার আগে পার্টির নেতা-কর্মীদের আরও উজ্জীবিত করা। কিন্তু ধর্মতলার সভা থেকে সেই ‘জোশ’ নিয়ে ফিরতে পারেনি বিজেপি নেতা, জনপ্রতিনিধি এবং কর্মী-সমর্থকরা। সবমিলিয়ে ২১ জুলাইয়ের সভাস্থলে আয়োজিত এই সমাবেশের গেরুয়া পার্টির ‘রাজনৈতিক প্রাপ্তি’ নিয়ে দলের অন্দরেই নেতিবাচক হাওয়া বইছে।
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা