রাজ্য

প্রধান শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ, স্থগিতাদেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রুপ ডি, গ্রুপ সি থেকে শুরু করে প্রাথমিক স্তর কিংবা উচ্চ প্রাথমিক স্তর—সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলছে হাইকোর্টে। পাশাপাশি দুর্নীতি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারিও হয়েছে একাধিক। জোর কদমে চলছে তদন্ত। আর এরই মাঝে এবার প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেও উঠল দুর্নীতির অভিযোগ। ফলে আপাতত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 
মূলত দক্ষিণ ২৪ পরগনার নামখানা সার্কেলে কাউন্সেলিং ছাড়াই প্রধান শিক্ষক নিয়োগ হয়ে গিয়েছে। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন পিনাকীরঞ্জন দাস-সহ কয়েকজন শিক্ষক। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাবি করেন, চলতি বছরে অন্য জেলাগুলিতে কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ করা হলেও দক্ষিণ ২৪ পরগনার নামখানা সার্কেলে কোনও কাউন্সেলিং ছাড়াই নিয়োগ হয়ে গিয়েছে। তার প্রেক্ষিতে রাজ্যের তরফে পাল্টা দাবি করা হয়, শুধুমাত্র বয়স এবং অভিজ্ঞতার নিরিখেই প্রধান শিক্ষক নিয়োগ হয়। জেলা স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম মেনেই এই নিয়োগ হয়ে থাকে। মামলাকারীর আইনজীবী তখন পাল্টা জানান, চলতি বছরেই বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনায় কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ হয়েছে। সেক্ষেত্রে এই জেলার ক্ষেত্রে নিয়ম মানা হবে না কেন? উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আপাতত নামখানা সার্কেলে প্রধান শিক্ষক নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর। 
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা