রাজ্য

ঘন বসতিপূর্ণ এলাকায় আগুন নেভাতে ২০টি ছোট গাড়ি কিনতে চলেছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে আগুন লাগলে দমকলের বড় গাড়ি ওই এলাকায় ঢুকতে সমস্যায় পড়ে। সেখানে আগুন নেভানোর জন্য প্রয়োজন ছোট গাড়ির। আকারে ছোট হলে গাড়ি ঘটনাস্থলের একেবারে কাছে পৌঁছতে পারে। 
মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তরপর্বে চুঁচুড়া এবং কান্দি সহ একাধিক এলাকার বিধায়করা প্রশ্ন করেন, ছোট আকারের গাড়ির সংখ্যা বৃদ্ধির কোনও পরিকল্পনা দমকলের আছে কি? উত্তরে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু জানান, রাজ্য ৬০টি নতুন গাড়ি কিনছে। যার মধ্যে ২০টি ছোট আকারের গাড়ি (আড়াই হাজার লিটারের) আছে। বর্তমানে ১৫০টি ছোট গাড়ি রয়েছে দমকলের কাছে। এর পাশাপাশি কয়েকজন বিধায়ক নিজেদের বিধানসভা এলাকায় নয়া দমকলকেন্দ্র তৈরির পরিকল্পনার কথাও জিজ্ঞেস করেন। 
প্রশ্নগুলি একই ধরনের হওয়ায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁদের এ বিষয় নিয়ে প্রশ্ন আছে তাঁরা দমকলমন্ত্রীকে চিঠি লিখে নিজেদের প্রয়োজনের কথা জানাবেন। এরপর দমকলমন্ত্রীকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন অধ্যক্ষ। দমকলমন্ত্রী জানান, ২০১১ সালে ১০৫টি কেন্দ্র ছিল। 
বর্তমানে দমকলকেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৭। ন’টি নির্মাণের কাজ চলছে। রাজ্যে কমপক্ষে ২০০টি দমকলকেন্দ্র করার লক্ষ্য আছে। তারাপীঠ মন্দিরের কাছে একটি শেড তৈরি করে গাড়ি এবং কর্মীদের রাখার ব্যবস্থা হচ্ছে।
8Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা