বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

তৃণমূলের দিল্লির কর্মসূচির পাল্টা, কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিজেপির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে তৃণমূলের বিক্ষোভের পাল্টা হিসেবে সোমবার কলকাতার মেয়ো রোডে অবস্থানে বসেছিল বিজেপি। একাধিক কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি ও জনমুখী প্রকল্পগুলির সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করার বিরুদ্ধে মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁরই মূর্তির পাদদেশে জড়ো হয়েছিল গেরুয়া পার্টির সদস্যরা। মূলত দলের মহিলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বাংলাজুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতাকে পদ্ম পার্টির মঞ্চ থেকে এদিন তুলে ধরা হয়েছিল। যেখানে বিরোধী দলনেতা সহ একাধিক এমএলএ যোগ দেন। পাশাপাশি বেশকিছু রাজ্য নেতা এই বিক্ষোভ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সুর চড়া করেন। আচমকা এই কর্মসূচির পিছনে বিজেপির নিজস্ব রাজনৈতিক এজেন্ডা ছিল না। মূলত দিল্লিতে তৃণমূলের কর্মসূচি থেকে চোখ ঘোরাতেই এই বিক্ষোভ-অবস্থানের আয়োজন করেছিল গেরুয়া পার্টি। দলের অন্দরে এমনই গুঞ্জন ছড়িয়েছে।     

3rd     October,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ