বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ট্রাকে তোলাবাজিতে অভিযুক্ত পুলিস, সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিসের বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ। গাড়িপিছু কত টাকা দিতে হবে, সেই ‘রেট’ ঠিক করে দিচ্ছে পুলিসই! এমন অভিযোগের প্রেক্ষিতে এবার সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। কিছুদিন আগে ডালখোলায় পুলিসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে। এনিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শুনানিতে তোলাবাজির একটি ভিডিও পেশ করা হয়। 
এজলাসে বসেই সেই ভিডিও দেখেন বিচারপতি। তারপরই তাঁর পর্যবেক্ষণ, ‘ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট যে, অভিযোগটি গুরুতর। এর ফরেন্সিক পরীক্ষা জরুরি।’ ওই ভিডিওতে দেখা যায়, পাথর বোঝাই দু’টি ট্রাকের বৈধ কাগজপত্র নেই বলে জানাচ্ছে পুলিস। তারপরই চাওয়া হচ্ছে টাকা। টাকা না-দেওয়ায় আটকে দেওয়া হয় ট্রাক দু’টি। ভিডিওতে এও দেখা যায়, টাকা দিয়েও কিছু ট্রাক ‘জাল’ চালান পেয়েছে। মামলাকারীর বক্তব্য ছিল, লরি চালকদের কাছ থেকে একটি থানা সাড়ে চার হাজার টাকা চেয়েছে। অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি বলেন, ‘ভিডিওতে সবটা দেখা ও শোনা যাচ্ছে। আমি বলছি না যে রাজ্যই ওই অফিসারের নাম আদালতে জমা দেবে।’ এরপরই তাঁর নির্দেশে বিচারপতি জানান, ঘটনার গুরুত্ব বুঝে এই মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হচ্ছে। নতুন এফআইআর করেই তদন্ত শুরু করতে হবে সিআইডিকে। ওই ‘জাল’ চালান পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে। পরবর্তী শুনানি ১৭ নভেম্বর।

26th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ