বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

তিস্তায় হলুদ সতর্কতা, সিকিমগামী রাস্তায় ধস

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। পাহাড় ও সমতলে টানা বৃষ্টির জেরে জলপাইগুড়ির তিস্তা, কোচবিহারের তোর্সা সহ একাধিক নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সঙ্কেত। এছাড়াও বেহাল নিকাশির জেরে বহু এলাকায় জমেছে জল। মার খেয়েছে রবিবারের পুজোর বাজার। ধসের জেরে বন্ধ শিলিগুড়ি-সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক। এদিন গ্যাংটক থেকে শিলিগুড়িগামী সমস্ত গাড়ি তিস্তা বাজার থেকে ঘুরিয়ে দেওয়া হয়। পেশক রোড ধরে লামাহাটা হয়ে জোড়বাংলো দিয়ে শিলিগুড়িতে পৌঁছতে হয় পর্যটক ও নিত্যযাত্রীদের। একইভাবে শিলিগুড়ি থেকে গ্যাংটকে যেতে হয়েছে। এতে চারঘণ্টার পথ পেরতে সময় লেগে যায় প্রায় আটঘণ্টা। চরম দুর্ভোগে পড়েন পর্যটকরা। পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করেছে প্রশাসন। পাহাড় থেকে ১০ নম্বর জাতীয় সড়কে মাটি, পাথর ও গাছ ধসে পড়ে। রাস্তার প্রায় ১৫ মিটার অংশ বসে গিয়েছে। এই ধসের জেরে শিলিগুড়ি থেকে সংশ্লিষ্ট রাস্তা দিয়ে সিকিম ও কালিম্পংয়ের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। 
কয়েকদিন ধরে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের পাশাপাশি জলপাইগুড়িতে বৃষ্টি চলছে। শনিবার রাত থেকে বৃষ্টির দাপট বাড়ে। তা চলে রবিবার দুপুর পর্যন্ত। এরজেরে ফুঁসছে তিস্তা নদী। সেচদপ্তর সূত্রে খবর, জলস্তর বৃদ্ধিতে মেখলিগঞ্জ থেকে বাংলাদেশগামী তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করা হয়েছে। জলপাইগুড়ি শহরে করলা নদীতেও বেড়েছে জলস্তর। যেকোনও সময় শহরের নীচ মাঠ এলাকায় ঢুকতে পারে করলার জল। ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি শহর ও গ্রামাঞ্চলে ১১২.৫০, মালবাজারে ৭১ এবং ময়নাগুড়িতে ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণ ৯২.২০ মিলিমিটার। মহানন্দা নদীর জলস্তর বেড়েছে। বৃষ্টির জেরে কোচবিহারের কেশব রোাডে রাজবাড়ির সামনে ও মিনিবাস স্ট্যান্ড চত্বরে দাঁড়িয়ে যায় একহাঁটু জল। পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠ, রাজরাজেন্দ্রনারায়ণ রোড, কালিকাদাস রোড, জেনকিন্স স্কুল মোড় এলাকার অবস্থাও একই। জলপাইগুড়ির অবস্থাও তথৈবচ। শহরের নিউটাউন পাড়া, শান্তিপাড়া, নয়াবস্তি, পান্ডাপাড়া সহ বেশকিছু এলাকায় রাস্তা জলমগ্ন। যদিও, জলপাইগুড়ি পুরসভার দাবি, বিকেলের পর বৃষ্টি কমতেই অধিকাংশ এলাকা থেকে জল নামতে শুরু করে। শিলিগুড়িরও অধিকাংশ বাজারে দোকান ছিল বন্ধ। পুজোর মুখে এমন আবহাওয়ায় চিন্তায় ব্যবসায়ীরা। আলিপুরদুয়ার জেলাতেও প্রবল বৃষ্টি হয়। 

25th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ