বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বৃত্তিমূলক দ্বাদশে ট্যাব কেনার টাকা একাধিক দফায় বণ্টন রুখতে নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব/মোবা‌‌ইল কেনার টাকা বরাদ্দ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কারিগরি শিক্ষাদপ্তর। এই দপ্তরের অধীন বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলির (ভিটিসি) ছাত্রছাত্রীদের অনুদানের টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি সাবধানতা নিতে বলা হয়েছে। দপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলির প্রধানদের চিঠি পাঠানো হয়েছে। কোনও অবস্থাতেই যেন একজন শিক্ষার্থী একাধিক দফায় টাকা না পায়, সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। 
দপ্তর সূত্রের খবর, অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় একই শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশপাশি কারিগরি শিক্ষার কোর্স চলে। দু‌’টি ঩কোর্সে কোনও ছাত্রছাত্রী নথিভুক্ত থাকলে দুই দফায় আর্থিক অনুদান পাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেটা যাতে না-হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানকে। তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কোনও ছাত্রের নাম যাতে ‘বাংলার শিক্ষা পোর্টাল’ প্রভৃতিতে নথিভুক্ত না-থাকে সেটা দেখতে হবে। অনলাইনে ইউটিলাইজেশান সার্টিফিকেট জমা পড়ার পরই টাকা ছাড়া হবে। এই প্রকল্পে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এককালীন ১০ হাজার টাকা পায়।
কারিগরি শিক্ষাদপ্তরের চিঠিতে বলা হয়েছে, যেসব নথিভুক্ত ছাত্র ২০২৪ সালে বৃত্তিমূলক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে কেবল তারা‌ই এই অনুদানের টাকা পাওয়ার যোগ্য। স্কুলছুটদের কাউকেই এই টাকা দেওয়া যাবে না। টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। অ্যাকাউন্টসহ যাবতীয় তথ্য নির্দিষ্ট প্রোফর্মায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। 
 

21st     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ