বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্য সরকারি কর্মীদের দ্রুত
পদোন্নতি, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্রুত পদোন্নতি, শূন্যপদ পূরণ, নতুন পদ সৃষ্টি, স্বাস্থ্য প্রকল্পের টাকা বৃদ্ধি—রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের জন্য একগুচ্ছ নতুন সুযোগ-সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী তিন মাসের মধ্যেই সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসের সর্বস্তরে পদোন্নতির ভিত্তিতে সব শূন্যপদ পূরণ করা হবে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই নির্দেশ দিয়েছেন মমতা। বুধবার নবান্ন সভাঘরে রাজ্য সরকারের কর্মী ও আধিকারিকদের কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। তারপরই সরকারের তরফে প্রেস বিবৃতি জারি করে এই নতুন সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। তবে ডিএ নিয়ে সেখানে কিছু লেখা হয়নি। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। বিষয়টি সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। জানা গিয়েছে, সরকারের আয় বৃদ্ধির বিষয়টি নিয়েও এদিনের আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ছ’মাস কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা পাওয়া যাবে না, এটা ধরে নিয়েই চলতে হবে। তাই রাজ্যের নিজস্ব আয় বাড়াতে হবে। 
এদিন দ্রুত পদোন্নতির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে রাজ্য সরকারি কর্মীদের বেতন স্বাভাবিকভাবে বাড়বে। এতদিন সচিবালয় পর্যায়ে একজন লোয়ার ডিভিশন ক্লার্কের পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হওয়ার সুযোগ ছিল। কিন্তু এবার সেক্রেটারিয়েট সার্ভিসের কর্মীদের জন্য পদোন্নতির মাধ্যমে ১০টি অতিরিক্ত সচিব পদ সৃষ্টি করা হবে। সেকশন অফিসার থেকে যুগ্মসচিব পর্যায়ে মোট পদের সংখ্যা ৩২৬টি বাড়িয়ে করা হয়েছে ১,২৩০। এতদিন সব স্তরের সরকারি কর্মীরা ৮, ১৬ বা ২৫ বছর কাজ করেও পদোন্নতি না পেলে ‘মডিফায়েড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে’ পরবর্তী বেতন কাঠামোর সুযোগ পেতেন। এদিন সেই মেয়াদ সংশোধন করে ৮, ১৫, ২৪ বছর করা হয়েছে। ডিরেক্টরেট ও বিভিন্ন কারিগরি দপ্তরে ইঞ্জিনিয়ারিং আধিকারিকদের পদের সংখ্যা বেড়েছে। এমনকী, এখন থেকে রেভিনিউ, কো-অপারেটিভ সার্ভিসের মতো ৯টি ক্যাডারের আধিকারিকরাও ডব্লুবিসিএস (এগজিকিউটিভ) বেতন কাঠামো সংক্রান্ত সুবিধা পাবেন। সচিবালয়ের বাইরে ওই সার্ভিসের আধিকারিকরা ১৭ নম্বর বা তার উপরের বেতন কাঠামো পেলে মিলবে ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারির পদ। সরকারি স্বাস্থ্য প্রকল্পে ক্যাশলেস চিকিৎসার সুবিধা বৃদ্ধির ফলে উপকৃত হবেন পেনশনপ্রাপকরাও। 

1st     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ