বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

অর্পিতার জামিনের
আবেদন খারিজ

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা  মুখোপাধ্যায়ের  জামিনের আর্জি নাকচ করলেন ইডি আদালতের বিচারক। আদালত তার নির্দেশনামায় জানিয়েছে, এই অপরাধের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি অস্বীকার করতে পারেন না অর্পিতা। নিয়োগ কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর মে মাসে জামিনের আবেদন জানান অর্পিতা। ২৯ মে তার শুনানি ছিল। দু’পক্ষের সওয়াল শেষ হওয়ার পর বিচারক সেদিন জানান, বুধবার তিনি অর্ডার দেবেন। এদিন সেই অর্ডারের কপিতে লেখা হয়েছে, এতদিন যা কিছু পাওয়া গিয়েছে, তার থেকে স্পষ্ট হচ্ছে, এই সবকিছুর সঙ্গে আবেদনকারী জড়িত রয়েছেন। তাঁর কাছ থেকে যে বিপুল পরিমাণ সম্পত্তি, নগদ ও অলঙ্কার পাওয়া গিয়েছে, তার সবকিছুই দুর্নীতির টাকায়। এই বিষয়ে অর্পিতা কিছু জানতেন না, তা মেনে নেওয়া যায় না। তদন্তের সময় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। এখান থেকে এমন কিছু স্থির করা যাচ্ছে না যে, তিনি কোনও কিছুর শিকার হয়েছেন। যা তথ্য পাওয়া গিয়েছে এবং আবেদনকারী যে মাত্রায় জড়িত রয়েছেন, তার থেকে বোঝা যাচ্ছে অপরাধ কতটা গুরুতর। নির্দেশ নামায় উল্লেখ আছে, আদালত মনে করছে অর্পিতা পিএমএলএ অ্যাক্টের ৪৫ নম্বর ধারার সুবিধা পাওয়ার যোগ্য নন। এই ধরনের অপরাধের ক্ষেত্রে একজন মহিলা বলে তিনি জামিন পেয়ে যাবেন, এটা হতে পারে না।  তাই তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হল। একইসঙ্গে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

1st     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ