রাজ্য

অর্পিতার জামিনের
আবেদন খারিজ

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা  মুখোপাধ্যায়ের  জামিনের আর্জি নাকচ করলেন ইডি আদালতের বিচারক। আদালত তার নির্দেশনামায় জানিয়েছে, এই অপরাধের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি অস্বীকার করতে পারেন না অর্পিতা। নিয়োগ কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর মে মাসে জামিনের আবেদন জানান অর্পিতা। ২৯ মে তার শুনানি ছিল। দু’পক্ষের সওয়াল শেষ হওয়ার পর বিচারক সেদিন জানান, বুধবার তিনি অর্ডার দেবেন। এদিন সেই অর্ডারের কপিতে লেখা হয়েছে, এতদিন যা কিছু পাওয়া গিয়েছে, তার থেকে স্পষ্ট হচ্ছে, এই সবকিছুর সঙ্গে আবেদনকারী জড়িত রয়েছেন। তাঁর কাছ থেকে যে বিপুল পরিমাণ সম্পত্তি, নগদ ও অলঙ্কার পাওয়া গিয়েছে, তার সবকিছুই দুর্নীতির টাকায়। এই বিষয়ে অর্পিতা কিছু জানতেন না, তা মেনে নেওয়া যায় না। তদন্তের সময় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। এখান থেকে এমন কিছু স্থির করা যাচ্ছে না যে, তিনি কোনও কিছুর শিকার হয়েছেন। যা তথ্য পাওয়া গিয়েছে এবং আবেদনকারী যে মাত্রায় জড়িত রয়েছেন, তার থেকে বোঝা যাচ্ছে অপরাধ কতটা গুরুতর। নির্দেশ নামায় উল্লেখ আছে, আদালত মনে করছে অর্পিতা পিএমএলএ অ্যাক্টের ৪৫ নম্বর ধারার সুবিধা পাওয়ার যোগ্য নন। এই ধরনের অপরাধের ক্ষেত্রে একজন মহিলা বলে তিনি জামিন পেয়ে যাবেন, এটা হতে পারে না।  তাই তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হল। একইসঙ্গে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
14Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা