বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সরকারি কর্মীদের অবস্থান মঞ্চের 
পাশেই নির্বিঘ্নে মিটল তৃণমূলের সভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহিদ মিনার ময়দানের একাংশে আগে থেকেই চলছে ডিএ আন্দোলনকারীদের অবস্থান। বুধবার সেই মাঠেই তৃণমূলের ছাত্র-যুব সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। ফলে গোলমালের আশঙ্কা তৈরি হয়েছিল কোনও কোনও মহলে। তবে তেমন কোনও উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। তবে যৌথ সংগ্রামী মঞ্চের এক সমর্থককে মারধর করার মৌখিক অভিযোগ গিয়েছে পুলিসের কাছে। কোনও লিখিত অভিযোগ জমা না পড়লেও পুলিস বিষয়টি অনুসন্ধান করে দেখছে বলে লালবাজার জানিয়েছে। সংগ্রামী মঞ্চের তরফে তৃণমূলের কর্মসূচি ঘিরে কোনও গোলমালের কথা রাত পর্যন্ত জানানো হয়নি। পুলিসের তৈরি ব্যারিকেডের মধ্যে সংগঠনের সমর্থকরা এদিনও অবস্থান-আন্দোলন চালিয়ে যান। তবে সংগঠনের এক প্রতিনিধিদল মহাকরণে গিয়ে এক কর্মীর বদলির বিরুদ্ধে ডেপুটেশন দিতে গেলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। ডেপুটেশন না নিলে প্রতিনিধি দলের সদস্যরা স্বরাষ্ট্রদপ্তরের এক আধিকারিকের ঘরের সামনে কিছু সময় অবস্থান বিক্ষোভ করেন। আজ, বৃহস্পতিবার মঞ্চের তরফে শহিদ মিনার ময়দানে বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশে যোগ দিতে হাওড়া ও শিয়ালদহ থেকে দু’টি মিছিল আসার কথা। 

30th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ