বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

‘চিরকুট’ ইস্যুতে ব্রাত্য বললেন,
তেলে সবে বেসন ছাড়া হয়েছে!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএম আমলে ‘চিরকুটে’ চাকরি নিয়ে দলীয় স্তরে তদন্ত করছে তৃণমূল। দলের শিক্ষা সেল সবকিছু খতিয়ে দেখছে। আর এই পরিসরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলিদেবীর চাকরি সংক্রান্ত একটি কাগজ হাজির করে শোরগোল ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল। আগামী দিনে আরও অনেক সিপিএম নেতার ‘কীর্তি’ সামনে আসতে চলেছে। এমনই ইঙ্গিত মিলেছে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ব্রাত্য বসুর বক্তব্যে। বুধবার শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশে তিনি বলেন, সবকিছুই সবাই দেখতে পাবেন। অপেক্ষায় থাকুন। পার্টি বলবে, কখন সবকিছু বেরবে। এখন সবে তেলে বেসন ছাড়া হয়েছে, আর তাতে ফুটছে, ছ্যাঁকা লাগছে সিপিএমের। ওরা আমাদের বিরুদ্ধে প্রতিদিনই আঙুল তুলছে। আমরা সেমি ইঞ্চিতে জবাব দেব। ঠিক এই প্রেক্ষাপটে আম্বেদকর মূর্তির সামনে ধর্না মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তির্যক মন্তব্য করেন, ১৯৮০-৯০ সালে সিপিএম ছিল মারকুটে। তারপর হয়েছিল হিংসুটে। ভোটে হেরে যাওয়ার পর চলে গিয়েছিল ব্যাকফুটে। আর এখন? ওরা চিরকুটে।

30th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ