বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বন্দে ভারতের জন্য মেনটেনেন্স
ডিপো হাওড়ার সাইডিংয়ে

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস পেল মেনটেনেন্স ডিপো। ১৮ কোচ রক্ষণাবেক্ষণের জন্য উপযুক্ত এই ডিপোর উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন সহ পূর্ব রেল ও হাওড়া ডিভিশনের আধিকারিক। এদিন ডিপো ছাড়াও রেলের রেক সাফাইয়ের জন্য তৈরি স্বয়ংক্রিয় প্লান্টেরও উদ্বোধন করেন। 
হাওড়ার ঝিল সাইডিংয়ে তৈরি এই বন্দে ভারত মেনটেনেন্স ডিপোতে রেক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োগ করা হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল। রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তৈরি এই ডিপো দুই অংশের। যেখানে ৪২৫ মিটার লম্বা ১৮ কোচের ট্রেনের রক্ষণাবেক্ষণ করা সম্ভব। এতদিন সেখানে সর্বোচ্চ ১২ কোচের কাজ করা যেত। রেল সূত্রে জানা গিয়েছে, নবনির্মিত এই ডিপোতে মোট তিনটি ধাপ রয়েছে। যার প্রথমটি রেকের নীচের অংশের জন্য। মাঝেরটি ভিতরের অংশের জন্য যা প্ল্যাটফর্মের অনুরূপ। সবচেয়ে উপরের অংশটি রেকের ছাদ পর্যন্ত পৌঁছনোর জন্য। কোচ তোলার জন্য রয়েছে ইওটি ক্রেন। এছাড়াও রেক ধোয়ার জন্য যে ওয়াশিং প্লান্টের উদ্বোধন করা হয়েছে। সেটি পরিবেশবান্ধব। ব্যবহৃত জলের ৭০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য। অরুণ আরোরা বলেছেন, ‘আমরা প্রতিদিন ১৫টি রেক  সাফাইয়ের কাজ করতে পারব। সব মিলিয়ে বছরে কুড়ি লক্ষ টাকা বাঁচাতে পারব।’
উদ্বোধনে ডিআরএম মণীশ জৈন। -নিজস্ব চিত্র

30th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ