রাজ্য

কোর কমিটির সংখ্যা বৃদ্ধি, অনুব্রতকেই 
জেলা সভাপতি পদে রেখে দিলেন মমতা
বীরভূমে ববি-মলয়-নরেনকে বাড়তি দায়িত্ব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূমের জেলা সভাপতি পদে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর উপরই আস্থা রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে অনুব্রত দিল্লির তিহার জেলে বন্দি থাকলেও তাঁকে দলীয় পদে বহাল রাখলেন তিনি। আপাতত ন’জনের কোর কমিটি এই জেলায় সাংগঠনিক দায়িত্ব সামলাবে। জেল থেকে মুক্তি পাওয়ার পর অনুব্রতর হাতে সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়া হবে বলে শুক্রবার দলীয় বৈঠকে আলোচনা হয়। তবে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। তাঁরা বীরভূমের সাংগঠনিক কাজে সহযোগিতা করবেন। আর বীরভূম জেলার সংগঠনে নজর রাখবেন স্বয়ং তৃণমূল নেত্রী।
অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বীরভূম জেলা আমি দেখব। এই প্রেক্ষাপটে এদিন বীরভূমের দলীয় নেতৃত্বকে কালীঘাটে বৈঠকে ডাকেন তিনি। সংসদের অধিবেশন চলায় বৈঠকে যোগ দিতে পারেননি সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। দু’ঘণ্টার উপর এই বৈঠক চলে। এর আগে বীরভূম জেলার কোর কমিটিতে ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, শতাব্দী রায় ও অসিত মাল। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বিশ্ববিজয় মারডি ও সুদীপ্ত ঘোষকে। তবে কোর কমিটির বৈঠক নিয়মিত হয় না শুনে ক্ষোভ প্রকাশ করেন নেত্রী। সূত্রের খবর, প্রতি সপ্তাহে কোর কমিটির বৈঠক করতে নির্দেশ দিয়েছেন মমতা। আর মাসে একবার করে হবে জেলা কমিটির বৈঠক। মমতা বৈঠকে বলেছেন, অনুব্রত জেলা সভাপতি ছিলেন, আছেন, থাকবেন। জেল থেকে মুক্তি পেলে অনুব্রতর হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে। দলীয় সূত্রে খবর, বৈঠকে মমতা জানিয়েছেন, অনুব্রতর মেয়ে একা রয়েছে, মানবিক দৃষ্টিভঙ্গিতে তাঁর পাশে থাকতে হবে ও তাঁর খেয়াল রাখতে হবে জেলার নেতাদের। 
জানা গিয়েছে, কাজল শেখকে সতর্ক করা হয়েছে। তাঁকে মুখ বন্ধ রাখতে বলেছেন স্বয়ং নেত্রী। ব্লক, অঞ্চল সভাপতি ইচ্ছামতো রদবদল করা যাবে না বলেও কড়া বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। রদবদলের প্রয়োজন হলে জেলা থেকে মতামত পাঠানো হবে রাজ্য সভাপতির কাছে। সূত্র মারফত খবর, বগটুইয়ের ঘটনা নিয়ে আক্ষেপ করেন মমতা। জানান, গত বছর ঘটনার পর আমি ছুটে গিয়েছি। আর্থিক সাহায্য করেছি। কিন্তু পরবর্তী ঘটনা আমাকে দুঃখ দিয়েছে।
16Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা