রাজ্য

‘দুর্নীতিতে পার্থ শিক্ষক, শান্তনু ছাত্র’
আদালতে দাবি ইডির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্নীতিতে পার্থ ছিলেন শিক্ষক। আর হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় ছিলেন ছাত্র। তিনিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর কায়দাতেই ভুয়ো কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করেছেন। শুক্রবার আদালতে এমনটাই দাবি করেছে ইডি। সেই সঙ্গে শান্তনুর পাঁচটি বেনামী সম্পত্তির তথ্য তুলে ধরা হয়েছে, যা ভুয়ো কোম্পানির ডিরেক্টরদের নামে কেনা হয়েছিল। তদন্তকারীদের প্রশ্ন, শান্তনুর বার্ষিক আয় ছিল ছ’লক্ষ টাকা। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কীভাবে? তদন্তে ইডি জেনেছে, পার্থর কায়দাতেই একাধিক ভুয়ো সংস্থা খুলেছিলেন শান্তনু। কমর্চারী বা পরিচিত আত্মীয়দের ওই ভুয়ো সংস্থার ডিরেক্টর পদে বসাতেন। এমনকী স্ত্রীর নামেও কোম্পানি খুলেছিলেন এই যুবনেতা। তদন্তকারী অফিসারদের দাবি, এই ভুয়ো সংস্থাগুলিতে নিয়োগ দুর্নীতির কালো টাকা ঢালা হয়। ওই টাকায় হুগলি জেলায় একটি ফার্ম হাউস সহ মোট ছ’টি সম্পত্তি কেনা হয়েছিল ‘ডামি ডিরেক্টর’-দের নামে। প্রকৃত দাম খাতায়কলমে কম দেখিয়ে সম্পত্তিগুলি রেজিস্ট্রি করা হয়। বেশিরভাগ টাকাই মেটানো হয় নগদে। ওই জমি বা সম্পত্তির বিক্রেতাদেরও এবার তলব করা হবে বলে ইডি সূত্রের খবর। এছাড়া আরও ১৩টি সম্পত্তির তথ্য এসেছে তদন্তকারীদের হাতে। এগুলি বিক্রি সংক্রান্ত লেনদেন কীভাবে হয়েছিল, তাও তদন্তকারী সংস্থার নজরে রয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে, টাকা ঘোরানোর জন্য একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন শান্তনু। এক্ষেত্রে যুবনেতা অবশ্য ‘অনুব্রত মডেল’ অনুসরণ করেন। ইডির দাবি, ব্যাঙ্ক অ্যকাউন্টগুলি খোলার জন্য বিভিন্ন সরকারি প্রকল্পে জমা পড়া ব্যক্তিগত নথি ব্যবহার করা হয়। এমনকী,  মানুষকে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়েও নথি হাতান  শান্তনু ও তাঁর সহযোগীরা। এভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দুর্নীতির টাকা ঢোকানো হয়। খোলা হয়েছিল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টও। সবটাই বিশ্লেষণ করছে এজেন্সি। ইডির কাছে তাপস মণ্ডল দাবি করেছিলেন, শান্তনুক কথায় তিনি ১৯ কোটি টাকা কুন্তল ঘোষকে পৌঁছে দিয়েছেন। সে প্রসঙ্গে ইডির কাছে শান্তনুর দাবি, তিনি তাপস মণ্ডলকে চেনেন না।
16Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা